এসইও শিখে কিভাবে আয় করবো

এসইও শিখে কিভাবে আয় করবো তা আমাদের অনেকেরই অজানা। আজকে এসইও শিখে কিভাবে আয় করা যায় তা আমরা এই আর্টিকলে থেকে জানবো। আমরা অনেকেই এই যুগে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী । কিন্তুু সবাই সফল হতে পারছি না। তার কারন সঠিক গাইড লাইন। 

এসইও-শিখে-কিভাবে-আয়-করবো

এসইও কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনে কিভাবে র‌্যাংকিং বাড়ায় এবং এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে তা জানতে পারবো। এসইও দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন তান জানতে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। 

পোষ্ট সূচিপত্রঃ এসইও শিখে কিভাবে আয় করবো

এসইও শিখে কিভাবে আয় করবো

SEO এর পূর্নরুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO শিখে নানান মাধ্যমে ইনকাম করা য়ায় । SEO এমন একটি স্কিল যেটা বিভিন্ন ভাবে ব্যবহার করা যাবে। মূলত কোনো ওয়েবসাইটকে গুগলে র‌্যাংক করানোর জন্য যে বিভিন্ন ধরনের টেকনিক শিখানো হয়। একটা ওয়েবসাইটকে গুগলে র‌্যাংক করানোর জন্য অফ পেজ SEO অন পেজ SEO করতে হয় আবার এসইও অপটিমাইজেশন আর্টিকেল লিখতে হয়, এছাড়াও টেকনিকাল SEO জানা লাগে। 

এখন আপনার প্রশ্ন আসতে পারে এতো এসইও শিখে কি হবে? হ্যা এসইও শিখে অনেক মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এসইও শিখে সবচেয়ে বেশি করা যায় তা হলো অনলাইন মার্কেট প্লেসে কাজ করা। সারাবিশ্বে গুগলে অসংখ্য ওয়েবসাইট রয়েছে । সেসব ওয়েবসাইট গুগলে র‌্যাংক করার জন্য অফ পেজ SEO অন পেজ SEO করতে হয়। এক্ষেত্রে আপনি যদি তাদের ওয়েবসাইটে এসইও করার কাজ করেন তাহলে সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। 

যারা এসইও এক্সপার্ট তারা ঘরে বসে থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এসইও করার আরেকটি সুবিধা হচ্ছে এখানে লং টাইম করা যায় । কারন একটা ওয়েবসাইট র‌্যাংক করাতে হলে প্রতিনিয়তই এসইও করতে হয়। এর ফলে একজন এসইও এক্সপার্টকে সবসময় কাজ করতে হয় যার ফলে তার কাজ সবসময় থাকে এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করা য়ায়। তাই এসইও শিখে ভালো পরিমান টাকা ইনকাম করা সম্ভব। 

এসইও শিখতে কতদিন লাগে

এসইও শিখে কিভাবে টাকা ইনকাম করা যায়, এবং এসইও শিখতে কতদিন সময় লাগে, এসব প্রশ্ন আমাদের প্রায় সবারি থাকে। এসইও হচ্ছে অনেক বড়ো একটি সেক্টর। এই সেক্টরে কাজ করা সবারি আগ্রহ আছে । এসইও শিখে অ্যাফিলিয়েট মার্কেটিং করা, ফেসবুক মার্কেটিং করা এবং নিজের একটা ওয়েসাইটে কাজ করা বা বড়ো বড়ো ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ করার আশা থাকে এসইও শিখে। তাহলে এসইও শিখতে কতদিন লাগতে পারে।

এসইও এর কিছু বেসিক পার্ট গুলোকে আগে শিখতে হবে। যেমন, অফ পেজ SEO অন পেজ SEO টেকনিক্যাল SEO । তারপর লাইভ প্রজেক্ট করতে হবে। এতে আপনার প্রাকটিস হলো শিখা হলো। এই পর্য়ন্ত যেতে পারলে শিখাও হয়ে যাবে কাজো হবে। এক্ষেত্রে এসইওর সকল বিষয় জানতে হবে না হলো আপনি এসইও করতে পারবেন না। এসইওর বেসিক বিষয় গুলো শিখতে প্রায় ১৫ দিন লাগতে পারে। তারপর আপনি মূল এসইও সম্পর্কে জানতে পারবেন। 

এখন  নিশ্চয় ধারনা করতে পেরেছেন যে পুরো এসইও শিখতে কতদিন লাগতে পারে। ইনকাম করতে অনেক কিছুই জানা লাগে। ফুল এক্সপার্ট হলে যে ইনকাম আসবে তার কোনো মানে নেই। আপনি এসইও শিখেই চাইলে ইনকাম করতে পারেন। এসইও শিখতে প্রায় দুইমাস সময় লাগবে। তাহলেই আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। তবে এটা মনে রাখবেন কোনো কাজেই ধৈর্যহীন হলে চলবে না। ফ্রিল্যান্সিং শিখতে হবে ধৈর্য ধরে।

মোবাইল দিয়ে এসইও কিভাবে করে

সবার আগে আমাদের জানা উচিত এসইও কি। SEO হলো Search Engine Optimization । আপনার ইউটিউট চ্যানেলের ভিডিও বা গুগল ওয়েবসাইটের কোনো কনটেন্ট সার্চ করলে আগে বা উপরের দিকে আসার জন্য যে টেকনিক ব্যবহার করি সেটাই হলো এসইও। গুগলে একি বিষয় নিয়ে অনেক ওয়েবসাইট রয়েছে, আবার ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। আর এতোগুলো কনটেন্ট এর মধ্যে আপনারটা আগে নিয়ে আসাই হচ্ছে এসইও। 

এখন প্রশ্ন আসতে পারে, আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, মোবাইল দিয়ে কিভাবে এসইও করবো তাহলে? হ্যা অবশ্যই মোবাইল দিয়েও এসইওর কাজ আপনি করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্ট ফোনে ফ্রিল্যান্সিং সফটওয়্যার যেমন Fiver ও UpWork এই অ্যাপ গুলোতে আপনি এসইও করতে পারবেন মোবাইল দিয়ে। তার জন্য এই অ্যাপে ডুকে আপনাকে রেজিষ্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলতে হবে । সেখানে সকল  ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। 

এবং মোবাইল দিয়েই ছোট ছোট এসইওর কাজ গুলো সম্পন্ন করতে পারবেন। Fiver বা UpWork এ কাজ করে নেওয়ার জন্য লোক খুজে থাকে। সেখানে অভিজ্ঞ ফ্রিল্যান্সার দ্বারা কাজ করিয়ে নেই দেশ বিদেশের কোম্পানি গুলো। তার আগে আপনাকে অবশ্যই এসইও ভালো ভাবে শিখে দক্ষতা বাড়াতে হবে। না হলে সেখানে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। আর তারপর ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট করতে হবে । ফাইবার বা আপওয়ার্ক। 

এস ই ও এর ভবিষ্যৎ

এসইও শিখে কিভাবে নিজের ভবিষ্যৎ গড়বো তা নিয়ে অনেকেরই রয়েছে ধোয়াশা। এসইও নিয়ে কাজ করলে কেমন ইনকাম করা সম্ভব, এসইও স্পেশালিজডদের কেমন ইনকাম হয় তার ভবিষ্যৎ কি আমাদের এমন প্রশ্ন থেকে যায়। একজন এসইও স্পেশালিজডদ প্রতি মাসে অনেক টাকা ইনকাম করে থাকে। মাসে প্রায় ৫০ হাজার ডলার ইনকাম করে থাকে তারা। তাহলে এখন আপনি নিজেই বুঝতে পারবেন এসইওর ভবিষ্যৎ কেমন হতে পারে। 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্বিস মার্কেট ওয়েবসাইটে দেখা য়ায়, ২০২৫ সাল নাগাদ এসইওর মার্কেট হবে $103,236.2 মিলিয়ন। এবং ২০৩০ সাল নাগাদ এসইওর মার্কেট হবে $217,846.0 মিলিয়ন ডলার। এখান থেকে বুঝতে পারবেন এসইওর জন্য কত টাকার একটা মার্কেট অপেক্ষা করছে। এবং দিন দিন তা বেড়েই চলছে। আর এসইওর ওপর একটা ভালো স্কিল দক্ষতা থাকলে এখানে এসইওর কাজের অভাব হবে না ।
এস ই ও-এর-ভবিষ্যৎ
আর তাই বলা যায় এসইওর ভবিষ্যৎ ভালো আর দিন দিনেএটা বাড়তেই থাকবে আশা করা য়ায়। তাই একজন এসইও স্পেশালিজডদ যদি হতে চান আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তা না হলে ফ্রিল্যান্সিং এ কেউ সফল হতে পারে না। নিশ্বন্দেহে বলা যায় তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আর আপনার ভবিষ্যৎ টাও অনেক সুন্দর হতে পারে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে শিখব

এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিল অপটিমাইজেশন শিখতে হলে কিছু ধাপ অনুসরণ করতে হবে যা আমরা অনেকেই জানিনা। এসইও শেখার কিছু ধাপসমূহ জেনে নেই। 

  • বেসিক ধারণা: আপনার কোন ওয়েবসাইট বা ব্লক কে র‍্যাঙ্ক করানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটিই এসইও। এসইওর কিছু মৌলিক ধারণা আছে। যেমন, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, অফ পেজ অপটিমাইজেশন, ব্যাক লিংক এবং আরো কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। সর্বপ্রথম আপনাকে এসবও  শিখতে হলে বেসিক ধারণা গুলো শিখতে হবে। এভাবেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা শুরু করেন।
  • কোর্স: এসইও শেখার জন্য আপনার নিকটবর্তী বা যে কোন প্রতিষ্ঠানে কোর্স করতে পারেন। তবে যেখানে কাজ করবেন এখানকার ট্রেনার যেন অবশ্যই এসইও স্পেশালিস্ট হয়ে থাকে। কারণ একজন অভিজ্ঞ স্পেশালিস্ট দাঁড়াই আপনাকে অভিজ্ঞ এসিও স্পেশালিস্ট করা সম্ভব। কারণ ফ্রিল্যান্সিং শিখতে গাইডলাইনের প্রয়োজন হয়। এছাড়াও এশিয়া facebook গ্রুপ বা অন্যান্য গ্রুপে আপনি পরামর্শ নিতে পারেন।
  • ভিডিও দেখে শেখা: ইউটিউব ফেসবুকে এসইও শেখার অনেক ভিডিও আপলোড করা হয়ে থাকে। সেখানে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারেন। আবার ওয়েবসাইটেও এসইও নিয়ে অনেক ব্লক, আর্টিকেল, কনটেন্ট লেখা হয়ে থাকে সেখান থেকে পড়েও এসইও শিখতে পারেন। কিছু জনপ্রিয় ব্লক রয়েছে যেমন, Moz blog, backlinko, Neil patel ইত্যাদি।
  •  প্রাকটিস: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা হয়ে গেলে এখন আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন আপনি কেমন কাজ করতে পারছেন। এক্ষেত্রে আপনাকে একটি ব্লক বা ওয়েবসাইট খুলতে হবে। সেখানে আপনার সেখানে এসিও টেকনিক গুলো প্রয়োগ করে দেখুন কেমন কাজ করতে পারছেন। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার স্কিন টাও তত বাড়বে। তাহলে আপনি একজন এসইও স্পেশালিস্ট হতে পারেন।

এস ই ও কত প্রকার

এসইও শিখে কিভাবে আয় করবো তা জানলাম কিন্তু জানিনা এসইও কত প্রকার। এসইওর প্রধানত তিনটি পাট রয়েছে। 
  • অন পেজ এসইও: অন পেজ এসইও হলো একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, তখন ওয়েবসাইটের ভেতরে একটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, h1 ট্যাগ যখন আমরা যখন অ্যাড করি সেটাকেই আমরা অন পেজ এসইও বলে থাকি। কোনো পোস্ট সার্চ দিলে মেটা ডিসক্রিপশন, h1 ট্যাগ, মেটা টাইটেল চলে আসে। আর এসব টাইটেল তৈরি করাই হলো অন পেজ এসইওর কাজ। 
  • অফ পেজ এসইও: কোনো ওয়েবসাইটের বাইরের যে কাজ গুলো করা হয় ওয়েবসাইট র‌্যাংক করানোর জন্য তাকে আমরা অফ পেজ এসইও বলি। অফ পেজ এসইওর মধ্যে রয়েছে ব্যাকলিংক, সোস্যাল মিডিয়িা মার্কেটিং, গেস্ট ব্লগিং ইত্যাদি এই কাজ গুলো রয়েছে অফ পেজ এসইওর মধ্যে। অর্থাৎ ওয়েবসাইটের বাইরের কাজ গুলো করা হয় অফ পেজ এসইও তে। 
  • টেকনিক্যাল এসইও: টেকনিক্যাল এসইও হচ্ছে একটা ওয়েবসাইটে কি পরিমান স্পিড আছে, কিংবা একটা ওয়েবসাইটে কোনো ইউআরএল আছে কিনা। একটা ওয়েবসাইটের যে ইউআরএল আছে সেই ইউআরএল কত তাড়াতাড়ি লোড নিতে পারে এ সমস্ত কাজ গুলো  টেকনিক্যাল এসইওর কাজ। ওয়েবসাইট থেকে কিছু পেতে সার্চ করা হয় আর সেই সার্চ করার সময় দ্রুত নিয়ে আসাই টেকনিক্যাল এসইওর কাজ।

এস ই ও কিভাবে কাজ করে

এসইও শিখে কিভাবে আয় করবো তা জানতে আপনাকে এটাও জানতে হবে যে এসইও কিভাবে কাজ করে। ধরুন কোনো তথ্য খুজে পাবার জন্য আপনি গুগলে কোনো কিছু সার্চ করেছেন। তারপর আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট শো করে। তাহলে আপনি কোনটা থেকে সেই তথ্য নিবেন? হ্যা নিশ্চয় প্রথম ওয়েবসাইট থেকে তথ্যটা নিবেন। কষ্ট করে আর নিচের ওয়েবসাইটে যাবেন না। এভাবেই 
এস ই ও-কিভাবে-কাজ-করে

তাহলে আপনি যে ওয়েবসাইটে ডুকলেন সেই ওয়েবসাইট মালিকের লাভ হয়ে গেলো। এখন আপনি চিন্তা করুন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনিও নিশ্চয় চাইবেন আপনার ওয়েবসাইট উপরের দিকে র‌্যাংক করুক। আর এই র‌্যাংক করানোর কাজি করে থাকে এসইও। তার জন্য এসইও শিখে কিভাবে আয় করবো আমরা তা জানতে হবে । এসইওর সব বিষয়ে এক্সপার্ট হতে হবে।

তাহলে আপনিও আপনার ওয়েবসাইটকে র‌্যাংক করাতে পারবেন। ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর উদ্দেশ্যই হচ্ছে এসইওর। আপনার যে কোন ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল র‍্যাঙ্ক করার কাজ করে এসইও। তার জন্য এসইওর বেসিক ধারণা থাকা দরকার এবং অন পেজ, অফ পেজ টেকনিক্যাল এসইও এর কাজ করা লাগে। আর এসইও এভাবেই কাজ করে থাকে। 

এসইও কেন করা হয় তার কারন কি

আমাদের কোন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রচুর পরিমাণে কনটেন্ট প্রচার করে থাকি। এবং এই কনটেন্ট থেকে এডসেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সাররা অনেক টাকা ইনকাম করে থাকে। কিন্তু কিভাবে এডসেন্স থেকে টাকা আসবে তার বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, তার একটি হচ্ছে এসইও। এসইও কেন করা হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 

তাহলে চলুন  পুরাপুরি জেনে নি এসইও কেন করা হয়। আমরা যখন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা গুগল ওয়েবসাইটে কোন কনটেন্ট পোস্ট করি তখন তা উপরের দিকে শো করানোর জন্য যে টেকনিক অনুসরণ করে কাজ করতে হয় সেটিই এসইও। এসিও করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে প্রথমে নিয়ে আসার চেষ্টা করি। কারণ মানুষ সার্চ করে প্রথমটাতেই বেশি ক্লিক করে থাকে। 

আর এভাবে যত ক্লিক আসবে, এডসেন্স থেকে তত ইনকাম বাড়তেই থাকবে। আর এজন্যই এসইও কার্যক্রম করা হয়। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এসইও কেন করা হয়। আপনার কোন ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকলে, এসইও করে আপনিও র‌্যাংক এ নিয়ে আসতে পারেন আপনার কন্টেন্ট গুলি। 

এসইও এর প্রয়োজনীয়তা কি

এসইও এর পূর্ণরূপ হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি প্রতিটি ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যেকোনো ওয়েবসাইট কে র‌্যাংক করাতে এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এসিও করার মাধ্যমে ওয়েবসাইট ফাস্ট ইঞ্জিনের উপরের দিকে আসবে এর ফলে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পাবে। আর এভাবে যত ক্লিক আসবে, এডসেন্স থেকে তত ইনকাম বাড়তেই থাকবে। 

এর ফলে ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে,তখন আপনার সার্চ কনছলে ক্লিকের সংখ্যাও বৃদ্ধি পাবে।এতে গুগল এডসেন্স থেকে ইনকাম করা বেড়ে যাবে। এসইও সফলভাবে করতে পারলে আপনার ওয়েবসাইট খুব দ্রুত র‌্যাংক করবে, এবং আপনার ওয়েবসাইট সকলের কাছে খুব তাড়াতাড়ি পরিচিতি লাভ করবে।

এসইও গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটার মধ্য দিয়েই একজন সফল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। এসইও ভালোভাবে করতে পারলে বড় বড় ওয়েবসাইটকে টেক্কা দেওয়া সম্ভব। এর ফলে আপনার প্রতিযোগিদের চেয়ে এগিয়ে থাকতে পারবেন। তাই এসইও খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি মাধ্যম। তাহলে আপনিও আপনার ওয়েবসাইটকে র‌্যাংক করাতে পারবেন।

মুলকথা

এসইও শিখে কিভাবে আয় করবো তা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। এসইও শিখে এসইও স্পেশালিস্টদের এর মত আপনিও প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এসইও শিখে। তার জন্য আপনাকে প্রথমেই এসইও সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এশিয়ার বেসিক ধারণা ও বাইরের ধারণ গুলোর উপর ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। তাই আপনিও এসইও শিখে ইনকাম করতে পারেন। 

এসইও শিখে কিভাবে আয় করবো তা এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন নিশ্চয়ই। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনাদের যাতে আরো প্রয়োজনীয় তথ্য দিতে পারি তার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন, ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url