অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা - এবং এর ১০ টি কার্যকরি উপায়
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। অল্প পুঁজিতে
ব্যবসা করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে। যা অনুযায়ী ব্যবসা করলে খুব লাভ
হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি অল্প পুঁজিতে ধারণা পেতে চান তাহলে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য।
অল্প পুঁজিতে বা অল্প টাকা বিনিয়োগ করার মাধ্যমে বেশ কিছু ব্যবসা করা সম্ভব।
আজ আপনাদের সামনে তুলে ধরেছি এ রকমই ৮ থেকে ১০ টি ব্যবসা। তাহলে চলুন জেনে আসি
সেই আট দশটা ব্যবসা কি কি। এবং কিভাবে লাভ করা সম্ভব।
পেজ সূচিপত্রঃ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা
- অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা
- গ্রামে অল্প পুঁজিতে ব্যবসার কিছু উপায়
- অল্প পুজিতে খামার ব্যবসা
- কম খরচে গরুর খামার করা
- দশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
- বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি
- চাকরির পাশাপাশি কি ব্যবসা করা যায়
- শেষকথা
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা কিন্তু সবাই করতে চায়। যে সুযোগ পাই সেই কিন্তু
ব্যবসা করতে চায়। আপনি যদি সামনের দিকে এগোতে চান বা ভালো কিছু করতে চান তাহলে
আপনাকে ব্যবসা করতেই হবে। এর জন্য অনেকেই বলে আমাদের কাছে তো টাকা নেই তাহলে কি
আমরা ব্যবসা করতে পারব। হ্যাঁ অবশ্যই করতে পারবেন, এর জন্য রয়েছে অল্প টাকায়
কিছু লাভজনক ব্যবসা, যেগুলো অনেকেরই অজানা তাই ব্যবসা করতে পারে না।
আপনি চাইলে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যেও ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাইলে
বাচ্চাদের খেলনার দোকান দিতে পারেন। এসব খেলনার ব্যবসা করে কিন্তু আপনি ৩-৪ গুণ
বেশি লাভ করতে পারেন। এই ব্যবসা আপনি চাইলে ১০,০০০ টাকা বাজেটে করতে পারেন।
এছাড়াও রয়েছে ফলমূলের ব্যবসা। এই ব্যবসা ২০ থেকে ৩০ হাজারের মতো টাকা নিয়েই
শুরু করতে পারেন। আবার কাপড়ের ব্যবসা ও রয়েছে।
আরো পড়ুনঃ শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায়
যেমন আপনি থ্রি পিসের ব্যবসা করতে পারেন। এছাড়াও কসমেটিক্স এর ব্যবসা রয়েছে।
আবার ইলেকট্রিক পণ্যেরও চাইলে আপনি ব্যবসা করতে পারেন। এই সকল ব্যবসা গুলো অল্প
পুজিতেই করা সম্ভব। মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়ে এই সকল ব্যবসাগুলো করতে
পারেন। যার থেকে আপনি অনেক পরিমাণ লাভ করতে পারবেন। তবে আপনার এই ব্যবসা গুলো
করার জন্য অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
গ্রামে অল্প পুঁজিতে ব্যবসার কিছু উপায়
গ্রামে অল্প পুজিতে ব্যবসার কিছু উপায় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা। অনেক
বেকার ছেলে রয়েছে যারা ভাবে আমরা গ্রামে আছি কি করব কি ব্যবসা করব খুঁজে পাই
না। কিন্তু আপনি গ্রামে থেকে ভালো মানের ব্যবসা করতে পারেন। যদি আপনার ইচ্ছা
শক্তি থাকে তবে আপনি সেই ব্যবসাগুলো করতে পারবেন। এবং ব্যবসা করার মাধ্যমে
আপনার বেকারত্ব থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন।
আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনি মাছ ও হাঁস একসাথে চাষ করতে পারেন। এটি খুবই
লাভজনক একটি ব্যবসা। এবং আপনার এলাকার স্কুল কলেজ অনুযায়ী আপনি একটি
লাইব্রেরীর দোকান দিতে পারেন। এটাও খুব ভালো একটি ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়াও আপনার গ্রামে আপনি একটি মুদির দোকান দিতে পারেন। এখানে আশপাশের সব
মানুষের জন্য আপনি পণ্য বিক্রি করার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন।
আবার আপনি আপনার বাড়ির আশেপাশে পোল্ট্রি মুরগি বা বয়লার মুরগির খামার করে
ব্যবসা শুরু করতে পারেন। এতে অনেক পরিমাণ টাকা লাভ করা সম্ভব। এছাড়াও
গরু ও ছাগলের খামারও করতে পারেন আপনার বিনিয়োগের উপর ভিত্তি করে। এগুলো
ব্যবসা করলে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ অনেক লাভবান হয়। এবং তারা এই
ব্যবসা গুলোই বেশি বেশি করে থাকে।
অল্প পুজিতে খামার ব্যবসা
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার মধ্যে একটি হল খামারি ব্যবসা। অল্প পুজিতে বিভিন্ন
রকম খামারি ব্যবসা করা যায়। যেমন মুরগির খামার করা, মুরগির খামার করে অনেক
লাভবান হওয়া যায়। মাংস ও ডিমের জন্য এটি একটি লাভজনক ব্যবসা। এছাড়াও মাছের
খামার করা যায়। আপনার বাড়ির আশেপাশে কোন ছোট খাল বা পুকুর থাকলে সেখানে আপনি
মাছের খামার তৈরি করতে পারেন। মাছের দাম বেশি হওয়ায় এটি একটি লাভজনক ব্যবসা।
আরো পড়ুনঃ ছাত্র জীবনে টাকা আয় করার উপায়
আবার গরু ছাগলের খামার করতেও পারেন। আপনার বাড়িতে যদি একটা গরু ছাগলের খামার
দেওয়ার মতো জায়গা থেকে থাকে তবে অবশ্যই আপনি গরু-ছাগলের খামার করে লাভবান হতে
পারবেন। বর্তমানে মাংসের খুব চাহিদা এবং পাশাপাশি গাভীর দুধ বিক্রি করেও অনেক
টাকা ইনকাম করা যায়। এছাড়াও বিভিন্ন শাকসবজি ও ফুলের চাষ করে তা বিক্রি করে
টাকা ইনকাম করতে পারেন। অল্প পুঁজিতে এগুলো একটি লাভজনক ব্যবসা।
কম খরচে গরুর খামার করা
কম খরচে গরুর খামার করা একটি লাভজনক ব্যবসা। বড় বড় যারা গরুর খামারিরা আছে তারা
কিন্তু অনেক দিন যাবত গরু লালন পালন করে। এবং দানাদার খাবারের অনেক দাম হওয়ায়
তারা তেমন লাভ করতে পারে না। আর আপনি যদি এসব দানাদার খাবার কম খাইয়ে যদি সবুজ
ঘাস বেশি করে খাওয়াতে পারেন তবে আপনার লাভটাও বেশি হতে পারে। আপনার বাড়ির
আশেপাশে সবুজ ঘাস লাগাতে পারেন। এতে করে আপনার দানাদার খাবারের পরিমাণটা কম
লাগবে।
আবার আপনি চাইলে ধানের খড় সেই ঘাসের সাথে মিশিয়ে আপনার গরুকে খাওয়াতে পারেন।
এভাবে অনেক লাভজনক ব্যবসা করা যায় এই গরুর খামার থেকে। আপনি যদি অল্প দিন
গরুগুলোকে লালন পালন করে বিক্রি করে দেন তাহলেও লাভ করা যায় অনেক। আর দীর্ঘ সময়
লালন পালন করতে গেলে আপনার খরচের পরিমাণটাও বেড়ে যেতে পারে অনেকটাই। তাই এভাবে
গরুর খামার করেও আপনি ব্যবসা করে লাভবান হতে পারেন।
দশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায়
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করা সম্ভব তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ১০,০০০
টাকার মধ্যেও অনেক ব্যবসা করা যায় যেগুলো অনেকের অজানা। ১০ হাজার টাকার মধ্যে
বেশ কয়েকটি ব্যবসার কথা আজকে আমরা উল্লেখ করব এই সেকশনে। ১০ হাজার টাকার মধ্যে
অনেক ব্যবসা আপনি চাইলে শুরু করতে পারেন। তবে সবচাইতে বড় কথা তার জন্য আপনার
থাকতে হবে ইচ্ছা শক্তি। তাহলে যে কোন ব্যবসাতেই আপনি লাভবান হতে পারবেন।
১০,০০০ টাকার মধ্যে আজকে দশটা ব্যবসার নাম নিচে উল্লেখ করা হলো:
- ট্রাভেল এজেন্সির ব্যবসা
- ফুচকা বা চটপটির ব্যবসা
- মোবাইল রিচার্জ এর দোকান
- মোবাইল রেস্টুরেন্ট
- কাগজের ঠোঙ্গা তৈরির ব্যবসা
- জুসবারের ব্যবসা
- পুরনো বইয়ের ব্যবসা
- কাঁসা পিতলের ব্যবসা
- ট্রেইলারিং ব্যবসা
- হোমমেড ফুড ডেলিভারির ব্যবসা
এই সকল ব্যবসাগুলো আপনি চাইলে ১০,০০০ টাকা খরচ করেই শুরু করতে পারেন।
বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি
অনেকের মাথায় অনেক রকম ব্যবসা করার চিন্তাভাবনা রয়েছে। কিংবা অনেক ব্যবসার
কথা মাথার মধ্যে ঘুরপাক খায়। কোনটা থেকে কোনটা করবে সেটাই শেষ পর্যন্ত ভেবে
পাইনা। তবে আপনি নিশ্চয়ই চাইবেন সেরা ব্যবসা তাই করতে। যে ব্যবসা সব মানুষের
সমস্যার সমাধান করতে পারে এবং উপকারে আসে সে ব্যবসা করাই সবচেয়ে উত্তম। এবং
সেই ব্যবসাটাই সেরা ব্যবসা হিসেবে গণ্য হয়।
আরো পড়ুনঃ আর্টিকেল লিখে আয় করার উপায়
বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যবসা বলতে গেলে মেডিসিন বা ঔষধের ব্যবসা। বর্তমানে
মানুষের জীবন চলাচলের ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং তাদের
অসুখ-বিসুখ বেড়েই চলেছে। সেজন্য প্রচুর পরিমাণে মেডিসিন সেল হচ্ছে। আপনিও
চাইলে এখান থেকে মেডিসিনের ব্যবসা করে একটা ভালো মানের টাকা ইনকাম করতে পারেন।
এটাতে মানুষের সমস্যার সমাধান হচ্ছে। আর তাই এই ব্যবসাই কাস্টমার কমার কোন
সম্ভাবনা নেই বললেই চলে।
চাকরির পাশাপাশি কি ব্যবসা করা যায়
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা আপনি চাইলে চাকরির পাশাপাশিও করতে পারেন। বর্তমানে
অনেক মানুষ রয়েছে যারা চাকরির পাশাপাশি কিছু একটা পার্ট টাইম জব হিসেবে করতে
চাই। আর এর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ব্যবসা করা। কারণ ব্যবসা এমন একটা
জিনিস যদি সঠিকভাবে পরিচালনা করে আপনি এগোতে পারেন তাহলে অবশ্যই আপনি অনেক
লাভবান হতে পারবেন। এর জন্য বেশ কিছু ব্যবসা রয়েছে যেগুলো চাকরির পাশাপাশিও
করা সম্ভব।
আপনি চাইলে চাকরির পাশাপাশি স্টেশনারির ব্যবসা করতে পারেন। তবে অবশ্যই মনে
রাখবেন লোকসমাগম জায়গায় আপনার স্টেশনারির দোকানটি স্থাপন করবেন। এছাড়াও
বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যবসাটি সেটি হল অনলাইন ব্যবসা।
আপনি আপনার যে কোন একটি পণ্য নির্ধারণ করে অনলাইনের মাধ্যমে, সেটি হতে পারে
ফেসবুক পেজ বা কোন ওয়েবসাইট থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং করে চাকরির
পাশাপাশি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন।
এবং চাকরির পাশাপাশি আপনি ফ্রি সময় চাইলে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন।
বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয় একটি টাকা ইনকাম করার মাধ্যম হয়ে
দাঁড়িয়েছে। দেশের প্রায় অনেক ছেলেমেয়েরা ছাত্র জীবনে এই কাজ শুরু করছে। আর
এখান থেকে বিদেশী রেমিটেন্স তারা দেশে নিয়ে আসছে এবং দেশকে এগোতেও তারা
সাহায্য করছে। তাই বলা যায় আপনি চাইলে চাকরির পাশাপাশি এই ধরনের ব্যবসা গুলো
করতে পারেন খুব সহজেই।
শেষকথা
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে।
এবং কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তি দিয়ে ব্যবসায় লাগতে হবে। তবেই আপনি সেই
ব্যবসা থেকে সফলতা অর্জন করতে পারেন। এই আর্টিকেলে বেশ কিছু ব্যবসার কথা বললাম,
আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এবং আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত
হয়েছেন। এই ধরনের সকল পোস্ট আমরা প্রতিনিয়তই পাবলিশ করে থাকি। তাই নতুন আপডেট
পেতে ফলো দিয়ে আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকুন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url