দাঁতের রুট ক্যানেল খরচ কত টাকা হয় জেনে নিন
দাঁতের রুট ক্যানেল খরচ কত এই বিষয়ে জানতে আজকে আপনি সঠিক আর্টিকেলে প্রবেশ
করেছেন। এই আর্টিকেলে আমরা তুলে ধরেছি দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হবে
এবং রুট ক্যানেল করলে কি হয় বা কাদের জন্য রুট ক্যানেল প্রয়োজন এই বিষয়ে
সম্পর্কে।
তাই আপনার দাঁতে যদি রুট ক্যানেল এর প্রয়োজন হয় তাহলে আপনি জেনে নিন কত টাকা
খরচ হতে পারে। এবং রুট ক্যানেল করার সুবিধা অসুবিধা সমস্ত কিছু উল্লেখ করেছি আমরা
এই আর্টিকেলে। তাহলে চলুন জেনে আসি দাঁতের রুট ক্যানেল সম্পর্কে।
পোষ্ট সূচিপত্রঃ দাঁতের রুট ক্যানেল খরচ কত
- দাঁতের রুট ক্যানেল খরচ কত
- দাঁতের রুট ক্যানেল কেন করা হয়
- রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
- রুট ক্যানেল করার নিয়ম
- কাদের দাঁতের রুট ক্যানেল করা প্রয়োজন
- রুট ক্যানেল করার পর কি খাওয়া যায়
- রুট ক্যানেলের ক্ষতিকর দিক
- শেষকথা
দাঁতের রুট ক্যানেল খরচ কত
দাঁতের রুট ক্যানেল খরচ কত এই কথাটা সব দাঁতের রোগী জানতে চায়। এর জন্য আমাদের
জানতে হবে রুট ক্যানেল কি। সাধারণত কারো দাঁতে যদি ক্যাভিটি বা পোকা লেগে গর্ত
হয়ে যায়, তখন সেই দাতের গোড়া থেকে কিছু মেডিসিন এর মাধ্যমে সেই গর্তটি পূরণ
করে দেওয়া হয় এবং দাঁতের উপর একটি ক্যাপ বসিয়ে দেওয়া হয়। আর এটিকে আমরা
রুট ক্যানেল বলে থাকি। রুট ক্যানেল সাধারণত আবার দুইভাবে করা হয়ে থাকে।
আরেকটি পোষ্টঃ হৃদরোগের লক্ষন ও প্রতিকার
একটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং ক্যাপ বা ক্রাউন পার্ট। আর এই রুট
ক্যানেল ট্রিটমেন্ট করতে খরচ হয় প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকার মত। এবং
ক্যাপ আবার তিন ধরনের হয়ে থাকে। মেটাল ক্যাপ, মেটাল সিরামিক ক্যাপ ও অল
সিরামিক ক্যাপ। মেটাল ক্যাপ করতে খরচ হয় তিন থেকে সাড়ে তিন হাজার এর মত।
মেটাল সিরামিক ক্যাপ এটা করতে সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মত এবং অল
সিরামিক ক্যাপ করতে খরচ হয়, পাঁচ থেকে দশ হাজার টাকার মতো।
দাঁতের রুট ক্যানেল কেন করা হয়
দাঁতের রুট ক্যানেল কেন করা হয় এই বিষয়টি অনেকেরই অজানা। রুট ক্যানেল একটি
দাঁতের চিকিৎসা, এটি করা হয় মূলত দাঁতের টিস্যু কে আক্রান্ত করার ফলে। যখন
দাঁতের ক্যাভিটি বা দাঁতে পোকা লাগার সৃষ্টি হয় তখন আস্তে আস্তে সেই দাঁত নষ্ট
হয়ে হারিয়ে যায়। আর তখন রুট ক্যানেল এর সাহায্যে দাঁতের উপর ক্যাপ লাগিয়ে
দিয়ে রুট ক্যানেলের ট্রিটমেন্ট করা হয়। তখন সেই দাঁতের বাকি অংশটুকু সুরক্ষিত
ও ভালো রাখে।
আরো পড়ুনঃ কিভাবে পেটের চর্বি কমানো যায়
এছাড়াও দাঁতের তীব্র ব্যথা বা প্রদাহ বা ইনফেকশনের সৃষ্টি হয় তখনো দাঁতের রুট
ক্যানেল করা হয়। এবং সেই দাঁতকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তারা ক্যাপ
বসিয়ে দিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে। এতে করে ঐ দাঁতের ক্ষত নিরাময় করা
সম্ভব হয় এবং দাঁতটিকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই আপনার দাঁতে যদি এই ধরনের
সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
দাঁতের রুট ক্যানেল খরচ কত হয় জানলাম। এবার আমরা জানবো রুট ক্যানেল করা দাঁতটি
করার পরে কতদিন স্থায়ী হয় বা কতদিন সেই দাঁতটি থাকে। অনেকেরই দাঁতে রুট
ক্যানেল করার প্রয়োজন হতে পারে। কারো দাঁত যদি নষ্ট হয়ে যায় তখন সেটি আবার
আগের রূপে ফিরিয়ে আনতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ বসিয়ে দিতে হয়।
তাহলে মনে হবে আপনার সেই আগের দাঁতটি আপনি ফিরে পেয়েছেন। কিন্তু সবাই প্রশ্ন
করে রুট ক্যানেল করা দাঁতের স্থায়ী কতদিন।
রুট ক্যানেল করার পরে সেই দাঁত কয়দিন টিকবে সেটি সম্পূর্ণ নির্ভর করে দাঁত ও
মাড়ির অবস্থার ওপর। যদি আপনার মাড়ির দাঁতে বড় ধরনের ক্যাভিটি হয়, কিন্তু
সেই দাঁতের গড়া যদি মজবুত থাকে তাহলে রুট ক্যানেল করার ফলে ১৫ থেকে ২০ বছর
টিকতে পারে সেই দাতটি। এবং আপনার সামনের দাঁত যদি কোন ভাবে ভেঙে যায় সেই দাঁতে
যদি রুট ক্যানেল করা হয়, তাহলে আজীবন ঠিক সই হতে পারে। তাই বলা যায় রুট
ক্যানেল করলে এর স্থায়িত্ব বেশ ভালো যদি চিকিৎসা ভালো হয়।
রুট ক্যানেল করার নিয়ম
রুট ক্যানেল করার নিয়ম অনেকেরই অজানা। তাই রোড ক্যানেলের কথা শুনলেই হয়তো
আমরা অনেক ভয় পেয়ে যায়। রুট ক্যানেল হচ্ছে একটি দাঁতের চিকিৎসার মাধ্যম। এর
মাধ্যমে দাঁতের ভেতরের নরম অংশ ট্রিটমেন্ট করে তার ওপর একটি ক্যাপ বসিয়ে
দেওয়া। যাতে করে ঐ তাদের আর ক্ষত না হয় এবংক্যাভিটি দুরে রাখতে সাহায্য করে।
আর সেজন্যই দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়।
রুট ক্যানেল করতে হলে প্রথমে আপনার দাঁত কে পরীক্ষা করে নিবে যে আপনার তাতে কোন
জায়গাটিতে সমস্যা। এরপরে আপনার দাঁতের পাল্প পরিষ্কার করে সার্জারি করার
মাধ্যমে কিছু মেডিসিন প্রয়োগ করা হবে। এবং সেই দাঁতের ওপর একটি প্রলেপ দিয়ে
ক্যাপ বসিয়ে দিবে। এভাবেই দাঁতের রুট ক্যানেল করা হয়ে থাকে।
কাদের দাঁতের রুট ক্যানেল করা প্রয়োজন
দাঁতের রুট ক্যানেল খরচ কত এটা আপনি জেনেছেন কিন্তু কাদের রুট ক্যানেল করা
প্রয়োজন সেটা কি আপনি জানেন? এই বিষয়টিও আপনার জানা দরকার। তা না হলে হুটহাট
করে রুট ক্যানেল করাটা ঠিক হবে না। দাঁতের যখন গভীর ক্যাভিটি হয় বা তীব্র ব্যথা
হয় এর ফলে দাঁতকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। এরকম সমস্যা দেখা দিলে তাদের
রুট ক্যানেল করা প্রয়োজন। এছাড়াও যাদের দাঁতে আঘাত লাগে বা চিরে যায়।
তাদেরও রুট ক্যানেল করা প্রয়োজন। আবার অনেকের দাঁতে পুজ হয়ে যেতে পারে আর
সেজন্য তাতে ইনফেকশন সৃষ্টি হতে পারে। এটি নিরাময়ের জন্য দাঁতে রুট ক্যানেল
করা যাবে। আবার যাদের দাঁতের মাড়ি ফুলে যায় আবার দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা
থাকে তাদের ক্ষেত্রেও দাঁতের রুট কেন করা প্রয়োজন।
রুট ক্যানেল করার পর কি খাওয়া যায়
রুট ক্যানেল করার পর কি খাওয়া যায় এবং কি খাওয়া যায় না আপনি যদি একজন রুট
ক্যানেল ব্যক্তি হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রুট
ক্যানেল করার পর আপনাকে অবশ্যই গরম খাবার এড়িয়ে চলতে হবে। তা না হলে ব্যথা
বাড়তে পারে। এবং শক্ত খাবারগুলো এড়িয়ে চলুন তা না হলে রুট ক্যানেল করার
দাঁতের বা ক্যাপের সমস্যা হতে পারে। এবং রুট ক্যানেল করার পর নরম জাতীয় খাবার
খেতে পারেন।
আরো পড়ুনঃ কলার খোসার ব্যবহার
যেমন দুধ, ডিম, দই, খিচুড়ি এই খাবারগুলো দাঁতে চাপ সৃষ্টি কম করে। আবার
অতিরিক্ত ঠান্ডা খাবারও এড়িয়ে চলুন, এতে আপনার দাঁতের শিরশিরানি ভাব বাড়াতে
পারে। মিষ্টি জাতীয় খাবার গুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন। রুট ক্যানেল
করার পর দুই থেকে তিন দিন এভাবে খাবারগুলো মেন্টন করে খাবেন। তারপরে আবার আগের
মত সাধারণ ভাবে আপনার যে কোন খাবার খেতে পারেন।
রুট ক্যানেলের ক্ষতিকর দিক
দাঁতের রুট ক্যানেল খরচ কত তা নিশ্চয়ই আপনি পুরোপুরি জানতে পেরেছেন। তবে রুট
ক্যানেল ট্রিটমেন্ট দাঁতের জন্য বেশ কার্যকরী একটি চিকিৎসা। কিন্তু অনেক
ক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। যেমন রুট ক্যানেল করতে গিয়ে
অনেক সময় দাঁত ভেঙে যেতে পারে। আবার আঘাত লেগে ইনফেকশন হয়ে যেতে পারে। এবং
দাঁতে প্রচুর ব্যথা ও অস্বস্তি ও সৃষ্টি হতে পারে। আবার অনেক সময় দেখা যায়
সেই দাঁতটিতে নতুনভাবে সমস্যা দেখা দেয়।
আবার কোন কারণবশত যদি রুট ক্যানেল করতে ব্যর্থ হয় তাহলে সে দাঁতটি তুলে ফেলারো
প্রয়োজন হতে পারে। তবে রুট ক্যানেল চিকিৎসা সাধারণত ভালো হয় যদি ডেন্টিস্টরা
সঠিকভাবে করতে পারে। আর সেজন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ ডেন্টিস্ট দারা দাঁতের রুট
ক্যানেল করে নেওয়া প্রয়োজন। তা না হলে এ সকল ক্ষতিকর দিকগুলোর সম্মুখীন হতে
পারেন।
শেষকথা
দাঁতের রুট ক্যানেল খরচ কত এবং এটি কিভাবে করা হয় তা নিশ্চয়ই এতক্ষণে আপনি
পুরোপুরি ধারণা পেয়েছেন। এবং আশা করছি আমাদের এই আর্টিকেল থেকে আপনি উপকৃত
হয়েছেন। দাঁতের রুট ক্যানেল করতে কত টাকা খরচ হয় এবং রুট ক্যানেল পদ্ধতি কি আশা
করছি আপনাকে আমরা জানাতে পেরেছি। আরও যে কোন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের
সাথে যোগাযোগ করতে পারেন।
অথবা আমাদের এই ওয়েবসাইটে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা প্রতিনিয়ত ই পোস্ট
পাবলিশ করে থাকি। এবং পাবলিশ করা মাত্রই আপনি আমাদের আপডেট তথ্য পেয়ে যাবেন। তাই
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url