সবচেয়ে ভালো রাউটার কোনটি তা বিস্তারিত দেখে নিন
সবচেয়ে ভালো রাউটার কোনটি এই প্রশ্ন অনেকেই করে থাকে। আপনি যদি আপনার বাড়িতে
ওয়াইফাই লাগানোর কথা ভাবেন, তাহলে আপনার জন্য কোন রাউটার বেস্ট হবে আজকের এই
আর্টিকেলে আমরা তা তুলে ধরেছি।
আজকের এই আর্টিকেলে তুলে ধরেছি বাংলাদেশের সেরা ১০ টি রাউটারের কথা। এবং কোন
কোম্পানির দাম কেমন সমস্ত বিষয়ে পেয়ে যাবেন এই আর্টিকেলের মধ্যে। তাই এই
বিষয়ে জানতে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য।
পেজ সূচিপত্রঃ সবচেয়ে ভালো রাউটার কোনটি
- সবচেয়ে ভালো রাউটার কোনটি
- ভালো রাউটার চেনার উপায়
- ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার
- বাড়ির জন্য কোন ওয়াইফাই কানেকশন ভালো
- হাই রেঞ্জ রাউটার কোনগুলো
- ভালো মানের ওয়াইফাই রাউটার
- যেসকল রাউটার গুলো কিনা ঠিক নয়
- শেষকথা
সবচেয়ে ভালো রাউটার কোনটি
সবচেয়ে ভালো রাউটার কোনটি আপনি কি জানেন। দুই রকম রাউটার পাওয়া যায় বাজারে।
একটি হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ড রাউটার এবং আরেকটি হচ্ছে ডুয়েল ব্র্যান্ড
রাউটার। এবং রাউটারের রয়েছে ডাটা রেট। যাকে বলা হয় mbps যার পূর্ণ রুপ, মেঘা
বাইট পার সেকেন্ড। সিঙ্গেল ব্র্যান্ড রাউটারের চেয়ে ডুয়েল ব্র্যান্ডের
রাউটারের পারফরম্যান্স কিন্তু অনেক ভালো। এবং ডুয়েল ব্র্যান্ড রাউটারে দুই
ধরনের সিস্টেমই রয়েছে। তাই সিঙ্গেল ব্যান্ডের চাইতে, ডুয়েল ব্র্যান্ড রাউটার
অনেক ভালো।
আরেকটি পোষ্টঃ কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায়
এবং রাউটারের যে সকল ক্যাপাসিটিগুলো দেখে বোঝা যায় কোন রাউটার সবচেয়ে ভালো
সেগুলো হলো, ইন্টারনেটের স্পিড এবং রেঞ্জ। এবং কোন রাউটার সবচেয়ে বেশি ডিভাইস
কানেক্ট নিতে সক্ষম সেই রাউটার ভালো ইন্টারনেট সেবা দিতে সক্ষম। এবং আপনি যদি
একটু ভালো কোম্পানির রাউটার নিতে পারেন তাহলে আরও বেশিদিন টেকসই হওয়ার
সম্ভাবনা থাকে। তাই উক্ত বিষয়গুলো মাথায় রেখে আপনি রাউটার কিনতে পারেন।
ভালো রাউটার চেনার উপায়
ভালো রাউটার চেনার উপায় কিছু লক্ষ্য করা যায় যেগুলো আজ আপনার সামনে তুলে
ধরেছি। ভালো রাউটার দেখার জন্য আপনি রাউটারের স্ট্যান্ডার্ড দেখতে পারেন।
যেমন Wi-Fi 6 এই স্ট্যান্ডার্ড এর রাউটার অনেক ভালো ডাটা প্রদান করতে সক্ষম
হয়। আপনার বাড়ি বা অফিসের জন্য যদি বেশি ডিভাইস কানেক্ট করার প্রয়োজন হয় তবে
আপনি Wi-Fi 6 এই স্ট্যান্ডার্ড এর রাউটার নিতে পারেন। এছাড়াও ভালো রাউটার
চেনার জন্য আরো কিছু পদ্ধতি রয়েছে।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়
যেমন স্পিড, একটা রাউটারের স্পিড যত বেশি সে রাউটার ততো ভালো। এবং কভারেজ যত
বেশি হয় সে রাউটার ততো ভালো হয়। বিশেষ করে ডুয়েল ব্র্যান্ড রাউটার গুলোর
কভারেজ বেশি হয়ে থাকে। এছাড়াও ফিচার দেখেও রাউটারের ভালো মন্দ বিশ্লেষন করা
যায়। অনেকগুলো ডিভাইসের ক্যাবল দিয়ে নেট প্রদান করার সুবিধা থাকলে,
সবগুলো ডিভাইস একই স্পিড পাবে। এবং আপনি TP-Link, Netgear, Asus এই ধরনের
রাউটার কিনতে পারেন।
১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার
সবচেয়ে ভালো রাউটার কোনটি এবং ১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার কোনটি তা আপনার
ওয়াইফাই নেট সংযোগের আগে জেনে নেওয়া জরুরি। যারা ১৫০০ টাকার মধ্যে রাউটার নিতে
চান তাদের বেশ কিছু রাউটারের কথা উল্লেখ করেছি। যেসব রাউটার ভালো পারফম্যান্স
দিবে। তাই যাদের কম দামের মধ্যে বেশ ভালো রাউটার রয়েছে যেটি আপনি চাইলে কিনতে
পারেন। নিচে কিছু ১৫০০ টাকার মধ্যে রাউটার নাম উল্লেখ করা হলো।
- MI 4c
- TENDA F6
- TENDA F3
- D- link Dir 650 in
- D- link Dir 806 in
- TP-LINK TLWR 845N
- TOTOLINK N302R PLUS
বাড়ির জন্য কোন ওয়াইফাই কানেকশন ভালো
বাড়ির জন্য কোন ওয়াইফাই কানেকশন ভালো এটি নির্ভর করবে আপনি বাড়িতে কি কাজের
জন্য ওয়াইফাই কানেকশন করছেন। অনেকগুলো ওয়াইফাই কানেকশন রয়েছে যেমন,
বাংলালিংক ফাইবার, রবি হোম ইন্টারনেট, অরেঞ্জ ফাইবার, জিপি ফাইবার, WiMAX
কানেকশন ও অপটিক্যাল ফাইবার। এই সকল ওয়াইফাই কানেকশন বর্তমানে বেশ জনপ্রিয়।
আপনি চাইলে আপনার বাড়ির জন্য এই সকল কানেকশনের মধ্যে যেকোন একটি ব্যবহার করতে
পারেন।
তবে আমার মতে বাড়ির জন্য সবচেয়ে বেস্ট কানেকশন হচ্ছে অপটিক্যাল ফাইবার। এটা
স্পিড ১০০ Mbps থেকে এক GB পর্যন্ত হয়ে থাকে। এটি এক ধরনের স্থিতিশীল কানেকশন
এবং উচ্চগতি সম্পন্ন ডাটা প্রদান করে থাকে। এবং আপনি বাড়ির জন্য যে কোন কাজ
অনায়াসেই করতে পারেন। তবে এটির বাজেট একটু বেশি হবে তবে উচ্চগতি সম্পন্ন
ওয়াইফাই কানেকশন আপনি পেয়ে যাবেন।
হাই রেঞ্জ রাউটার কোনগুলো
সবচেয়ে ভালো রাউটার কোনটি এই প্রশ্ন যদি কেউ করে থাকেন তাহলে আমি নির্দ্বিধায়
বলতে পারি যে আপনি হাই রেঞ্জের রাউটার নিতে পারেন। যদিও এর দাম একটু বেশি হবে
তবে উচ্চগতি সম্পন্ন ও সেরা মানের রাউটার আপনি পেয়ে যাবেন। হাই রেঞ্জ রাউটার
গুলো সাধারণত বড় বাড়ি বা অফিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেখানে অনেকগুলো
ডিভাইস একসাথে কানেক্ট করলেও নেট ব্যবহার করতে তেমন কোন সমস্যা হয় না।
গুরুত্বপূর্ণ একটি পোষ্টঃ গুগল সার্চ কনসোল কি
আপনার জন্য নিচে কয়েকটি হাই রেঞ্জ রাউটারের বিবরণ দেওয়া হলো:
- TP-Link Deco X90
- TP-Link Archer AX6000
- Asus RT-AX88U
- Eero Pro 6
- Netgear Nighthawk RAX80
- Google Nest WiFi
- Linksys Velop AX4200
এই সকল রাউটার গুলো হাই রেঞ্জের রাউটার। আপনার যদি নেট সমস্যা হয় বা
কোন কাজ করতে নেটের স্পিড কম হয় তাহলে আপনি এই সকল হাই রেঞ্জের রাউটার গুলো
ব্যবহার করতে পারেন।
ভালো মানের ওয়াইফাই রাউটার
ভালো মানের ওয়াইফাই রাউটার কোনগুলো এটা বোঝার জন্য বেশ কিছু দিক
সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন একটা ভালো রাউটারের গতি, কভারেজ, নিরাপত্তা,
টেকনোলজি, ফিচার এই সকল সকল বিষয়গুলো ভাল ও উন্নত মানের হতে হবে। তাহলে আপনি
সর্বোচ্চ ভালো রাউটার পেয়ে যাবেন। এর আগে কয়েকটি রাউটারের নাম আপনি
দেখেছেন। ওই সকল রাউটার গুলো সবচেয়ে ভালো ও উন্নত মানের। এবং হাই রেঞ্জের
রাউটার যা আপনার কোন কাজে বিঘ্ন ঘটাবে না।
যেসকল রাউটার গুলো কিনা ঠিক নয়
সবচেয়ে ভালো রাউটার কোনটি এতক্ষণে আমরা এই সম্পর্কে জানলাম। কিন্তু কোন
রাউটার গুলো একদমই কেনা উচিত নয় এটা কি আপনি জানেন। রাউটার কেনার সময় যে
সকল রাউটার গুলো উচ্চ গতি সম্পন্ন নয় এবং কভারেজ খুবই কম, একাধিক ডিভাইস
কানেক্ট করলে নেট সমস্যা হতে পারে এবং ফিচার খুবই খারাপ এ সকল রাউটার গুলো
একদমই কেনা উচিত নয়। তাহলে পরে আপনি কাজ করতে গেলে সমস্যায় পড়ে যাবেন।
Wi-Fi 4 বা Wi-Fi 5 এর নিচের রাউটার গুলো একদমই কেনা উচিত নয়। কারণ এই
রাউটার গুলো Wi-Fi 6 এর থেকে অনেক পিছিয়ে থাকবে। ফলে নেটের গতির সাথে তাল
মিলিয়ে চলতে পারবে না। আর তাই সবসময় Wi-Fi 4 বা Wi-Fi 5 এর থেকে এবং এর
উপরে কেনার চেষ্টা করবেন। তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি একটি ভাল রাউটার
পাবেন। এবং ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হবে না।
শেষকথা
সবচেয়ে ভালো রাউটার কোনটি আপনার কাছে এখন নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। এই
সকল ফর্মুলা দেখে আপনি যদি রাউটার কিনেন তাহলে আপনি অবশ্যই ভালো রাউটার পাবেন।
আপনি যদি না জেনেই রাউটার কিনতেন তাহলে আপনার নেট সার্ভিসে অনেক সমস্যা দেখা দিত।
এবার আশা করছি কোন রাউটার সবচেয়ে ভালো সেটা বুঝতে পেরেছেন। আপনার আরও অজানা তথ্য
আমরা এই ওয়েবসাইটে তুলে ধরি। তাই যে কোন অজানা তথ্য পেতে আমাদের এই অর্গানাইজ
আইটি ওয়েবসাইটটিতে ঢুকে সার্চ করুন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url