কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো তার A টু Z
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো তা আমরা হয়তো অনেকেই জানিনা। আপনার
অজান্তেই হয়তো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ফাস হয়ে গেছে এবং তার ফলে আপনার কাজের
ক্ষতি হচ্ছে। আর সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই আর্টিকেলটি।
এই আর্টিকেলে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
তাই আপনার ওয়াইফাই এর যদি পাসওয়ার্ড নিয়ে আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করে
তাহলে আজকের এই আর্টিকেলটি অকেক সাহায্য করবে।
পেজ সূচিপত্রঃ কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো
- কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো
- ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার অ্যাপস
- ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবো
- ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
- অজানা ওয়াইফাই ডিভাইস চেনার উপায়
- কিভাবে রাউটারে লগইন করব
- ওয়াইফাই কানেক্ট আছে কিভাবে বুঝবো
- শেষকথা
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো এইটা জানতেই মূলত আজকের এই আর্টিকেলটি
সাজানো। আপনার ওয়াইফাই পাসওয়ার্ড অনেকেই হয়তো জানে এবং তারা ব্যবহার করে
থাকে। এর কারনে আপনার ফোন কম্পিউটার চালাতে ব্যাঘাত করতে পারে। তাই আপনি
আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন খুব সহজেই। তার জন্য কিছু
পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করতে হবে।
এর জন্য প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে, Router login লিখে
সার্চ দিতে হবে। তারপরে আপনার সামনে রাউটারের প্রবেশ করার জন্য এডমিন প্যানেল
আসবে। সেখানে আপনাকে পাসওয়ার্ড ও ইউজারনেম এর জায়গায় ছোট হাতের admin
লিখতে হবে। এরপরে ম্যানেজ নেটওয়ার্ক এ গিয়ে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড
চেঞ্জ করে ফেলতে পারেন খুব সহজে।
ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার অ্যাপস
ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার অ্যাপস রয়েছে। আপনি যদি ব্রাউজার থেকে
ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারেন, তাহলে একটি অ্যাপস এর মাধ্যমে খুব
সহজেই আপনি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন। ওয়াইফাই সহজে কন্ট্রোল
করার জন্য আমার মতে সেরা অ্যাপসটি হল থিয়েটার। এই অ্যাপসে খুব সহজেই ব্লক
আনব্লক, পাসওয়ার্ড চেঞ্জ, ওয়াইফাই স্পিড যাবতীয় সকল কিছু ট্র্যাক করা যায়।
এর জন্য আপনাকে প্রথমে থিয়েটার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে
হবে। এরপরে আপনার জিমেইল একাউন্ট দিয়ে থিয়েটার অ্যাপস এ একটি অ্যাকাউন্ট করতে
হবে। তারপর আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন। এবং
সেখান থেকে খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং অপ্রয়োজনীয় ডিভাইস
গুলোকে ব্লক করে দিতেও পারেন।
ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবো
ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবো তা হয়তো অনেকেরই অজানা। কিন্তু বর্তমান
সময়ে অনেক কিছু আপডেট হওয়ার ফলে এই কাজটি আরো সহজ হয়ে গেছে। ছোট্ট একটি
টিপসের মাধ্যমে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড সহজেই দেখতে পাবেন। এর জন্য আপনি
ওয়াইফাই এর মধ্যে ঢুকে যে ওয়াইফাই কানেক্ট রয়েছে সেই ওয়াইফাই এর ওপর পাস
করে ধরে রাখুন। এরপরে আপনার সামনে একটি QR কোড আসবে।
সে কেউ আর করতে আপনি স্ক্রিনশট দিয়ে সেভ করে নিবেন। এরপরে QR code scanner
নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। সেই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে
ডাউনলোড করে নিবেন। এরপরে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে স্ক্রিনশট দেওয়া কেউ আর
কোড ইমেজটি স্ক্যান করবেন। তাহলে উক্ত ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনার সামনে
চলে আসবে সেকেন্ডের মধ্যেই। আরো অনেক উপায় ওয়াইফাই পাসওয়ার্ড দেখা যায়।
আমার কাছে এটি সহজ মনে হয়েছে।
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো তাই হয়তো অনেকটাই এখন আপনি বুঝতে
পেরেছেন। এবার আপনাকে পুরো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেই আপনি
একটি ব্রাজারে গিয়ে রাউটার লগইন পেজে প্রবেশ করবেন। এবং আপনার ওয়াইফাই
ঠিকানায় প্রবেশ করুন। সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ডের জায়গায় ছোট হাতের
admin লিখবেন। এক্ষেত্রে আপনি যদি ইউজার নিয়েও পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন
তাহলে সেটি ব্যবহার করুন।
এরপরে ওয়াইফাই এর সেটিংস খুজে বের করুন, যেটাতে লেখা থাকবে Wireless Settings।
এবং সেখানে প্রবেশ করার পর আপনার আগের পাসওয়ার্ডের জায়গায় পরিবর্তন করার
জন্য নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন। এরপরে সেভ করে দিলেই আপনার নতুন পাসওয়ার্ড
সেট হয়ে যাবে। এবং আপনার ডিভাইস গুলোতে আবার পুনরায় সেই পাসওয়ার্ড দিয়ে
কানেক্ট করতে হবে।
অজানা ওয়াইফাই ডিভাইস চেনার উপায়
অজানা ওয়াইফাই ডিভাইস চেনার উপায় খুব সহজ যদি আপনি জেনে থাকেন। আর যদি না
জানা থাকে তাহলে এখনই জেনে নিন। এর জন্য আপনাকে প্রথমেই একটি ব্রাউজারে গিয়ে
রাউটারের এডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। এবং Device List এ গিয়ে আপনার
ওয়াইফাই কে কে ব্যবহার করছে তা দেখতে পারবেন। এবং আরো একটি সহজ উপায় হচ্ছে
থিয়েটার অ্যাপস ব্যবহার করা। এই অ্যাপস এ ঢুকলেই দেখা যায় কতগুলো ডিভাইস
কানেক্টেড রয়েছে।
আরেকটি পোষ্টঃ অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট
এবং সেখান থেকে অজানা ডিভাইস গুলোকে ব্লক করে দিতে পারেন। আবার আপনি চাইলে
আপনার প্রয়োজনীয় ডিভাইসগুলোকে মেক ফিল্টারের আওতায় নিয়ে আসতে পারেন। এর
ফলে পাসওয়ার্ড জেনে গেলেও তারা আর ওয়াইফাই কানেক্ট করতে পারবেনা। কারণ
আপনার এডমিন প্যানেল থেকে মেঘ ফিল্টার সিলেক্ট করা থাকবে। আপনি যেই ডিভাইসের
মেক এড্রেস দিয়ে রাখবেন সেই ডিভাইস ব্যতীত আর কোনটি কানেক্ট হবে না।
কিভাবে রাউটারে লগইন করব
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো এতক্ষণে সেটা জানলাম। এবার আমরা
জেনে নিব কিভাবে রাউটার লগইন করতে হয়। রাউটারে লগইন করার জন্য কিছু ধাপ অনুসরণ
করতে হবে। প্রথমেই আপনাকে জানতে হবে আপনার রাউটারের আইপি এড্রেস কি। সাধারণত
আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়ে থাকে 192.168.0.1 ও 192.168.1.1 এই অ্যাড্রেস
আপনাকে জানতে হবে। এবং আপনাকে এডমিন প্যানেলে প্রবেশ করার জন্য ইউজার নেম ও
পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
আরো পড়ুনঃ গুগল সার্চ কনসোল কি
এক্ষেত্রে আপনি যদি ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন তাহলে সেটি
ব্যবহার করতে হবে। আর পরিবর্তন না করে থাকলে ছোট হাতের এডমিন লিখলেই হয়ে যাবে।
যেটি আপনারা আগের অংশে জেনেছেন। এই দুইটা দিয়ে লগইন করলেই আপনার ডিভাইসে
রাউটার লগইন হয়ে যাবে। আর এভাবেই আপনি খুব সহজে আপনার ওয়াইফাই রাউটার ম্যানেজ
করতে পারবেন।
ওয়াইফাই কানেক্ট আছে কিভাবে বুঝবো
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো এই বিষয়ে জানলাম। তবে আপনার ডিভাইসে
ওয়াইফাই কানেক্ট হয়েছে এটি কিভাবে বুঝবেন। এটি হয়তো সকলেরই জানা, কিন্তু
যারা নতুন তাদের হয়তো সহায়ক হবে। ওয়াইফাই কানেক্ট থাকলে ফোন বা কম্পিউটারের
স্কিনে wi-fi এর আইকন দেখা যায়। এছাড়াও আপনার ইন্টারনেট ব্যবহার করতে করতে
যদি কোথাও বাধা হয় বা বেঁধে যায় বা লোড নিতে শুরু করে তাহলে বুঝবেন আপনার
ওয়াইফাই আন কানেক্টেড হয়ে গেছে।
আবার রাউটার চেক করেও ওয়াইফাই কানেক্ট আছে কিনা চেক করা যায়। আপনার ওয়াইফাই
রাউটারে কয়েকটি লাইট থাকে। একটি হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যাল দেয়। এটি
যদি সক্রিয়ভাবে ফ্ল্যাশ করতে থাকে বা স্থির ভাবে জ্বলে থাকে তাহলে বুঝবেন
আপনার ফোনে ইন্টারনেট কানেকশন রয়েছে। এই সকল পদ্ধতি গুলো থেকে আপনি জানতে
পারবেন যে আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা।
শেষকথা
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো এই প্রশ্নটি আপনার ছিল। এই
আর্টিকেলটি পড়ার পর এখন আপনি নিশ্চয়ই নিজেই নিজের ওয়াইফাই এর পাসওয়ার্ড
পরিবর্তন করতে পারবেন আশা করছি। কারণ ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করা থেকে
শুরু করে এ টু জেড আমরা এ আর্টিকেলে তুলে ধরেছি। আপনার আর অজানা কোন তথ্য থাকলে
আমাদের জানাতে পারেন।
বা আমাদের এই অর্গানাইজ আই টি ওয়েবসাইটে ফলো রাখতে পারেন। আমরা সমস্ত
প্রয়োজনীয় তথ্য আপডেট দিয়ে থাকি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন
ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url