২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে বিস্তারিত জেনে নিন
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে তা অনেকেই জানতে চায়। কারণ ফুটবল একটি
জনপ্রিয় খেলা। আর এই ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য সবাই অপেক্ষা করে। যেটি
চার বছর পর পর অনুষ্ঠিত হয়। কিন্তু ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত কোন দেশে হতে চলেছে
তা অনেকেই জানে না।
আপনি যদি জানতে চান ২০৩০ ফুটবল বিশ্বকাপ কোন দেশে হতে চলেছে তাহলে আজকের
এই আর্টিকেলটি আপনার জন্য। তাহলে চলুন জেনে আসি ২০৩০ ফুটবল বিশ্বকাপ কোন দেশে
হতে চলেছে এবং তার বিস্তারিত বিষয়গুলি।
পেজ সূচিপত্রঃ ২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে তা নিয়ে অনেকেরই অনেক মন্তব্য রয়েছে। ফুটবল
বিশ্বকাপের শত বছর পূর্ণ করতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ ফুটবলের মধ্য দিয়ে। ১৯৩০
সালে উরুগুয়ে তে শুরু হয়েছিল প্রথম বিশ্বকাপ ফুটবল। আর তার থেকে ২০৩০ সাল
পর্যন্ত ফুটবল বিশ্বকাপের শত বছর পূর্ণ হতে যাচ্ছে। আগামী ২০৩০ সালে
বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ উপলক্ষে বিশাল আয়োজনের কথা বলেছে ফুটবলের
নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
আর এই ফিফা ২০৩০ বিশ্বকাপ নিয়ে এক দারুন পদক্ষেপ নিয়েছে। প্রায় পৃথিবীর
অর্ধেক টাই নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। তিন মহাদেশের
অন্তত ছয় দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার
তিনটি দেশ, ইউরোপের দুইটি দেশ এবং আফ্রিকার একটি দেশ নিয়ে মোট ছয়টি দেশে,
২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে।
আরো পড়ুনঃ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল এই ছয়টি দেশে
২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে। যা ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।
আর এই বিশ্বকাপের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের শত বছর পূর্ণ হবে। আর তাই
ফিফার এই এত বড় আয়োজন করার চিন্তা রয়েছে।
প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়
প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় তা কি আপনি জানেন। ফিফা বিশ্বকাপের
প্রথম আসর, ফিফা বিশ্বকাপ ১৯৩০। এই বিশ্বকাপের আসর ১৩ থেকে ৩০ শে জুলাই
উরুগুয়ে তে অনুষ্ঠিত হয়। এবং এই আসরে অংশগ্রহণ করেছিল সর্বমোট ১৩ টি দেশ।
এবং এই বিশ্বকাপে ফাইনালে মোকাবেলা করে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ১৯১৪ সালে
ফিফা অলিম্পিক প্রতিযোগিতায় ফুটবলকে অপেশাদার বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ
হিসেবে স্বীকৃতি দেয়।
গুরুত্বপূর্ণ তথ্যঃ হঠাৎ হাই প্রেসার হলে করণীয় কি
এবং ১৯৩০ সালের উরুগুয়ে তে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপের আগে সবচেয়ে বড়
প্রতিযোগিতা ছিল অলিম্পিক প্রতিযোগিতা। এবং ১৯২৮ সালে অলিম্পিক প্রতিযোগিতা
টপকে গিয়ে ফুটবল বিশ্বকাপ এর মত প্রতিযোগিতা উপস্থাপন করে ফিফা এবং
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এবং এই আলোচনার শেষে সেই প্রথম বিশ্বকাপই
অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়েতে।
প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী কোন দেশ
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে এবং এই শত বছর বিশ্বকাপ পূর্তিতে অনেকেরই মনে
পড়ে যাবে প্রথম বিশ্বকাপের কথা। যেটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে উরুগুয়ের
মাটিতে। দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়
খেলা। ১৯২৮ সালে অলিম্পিকের বাইরে আলাদাভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট
প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়। এবং ১৯৩০ সালে তা বাস্তবায়ন করতে
সক্ষম হয়।
ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে ১৯৩০ সালে উরুগুয়ে তে প্রথম বিশ্বকাপ
প্রতিযোগিতার আয়োজন করে। এবং ১৩ টি দেশ সেই বিশ্বকাপে অংশগ্রহণ করে। এবং
ফাইনালে আর্জেন্টিনার মোকাবেলা করে উরুগুয়ে। এবং সেই ফাইনাল ম্যাচে
আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো প্রথম বিশ্বকাপ জয়ী হন
উরুগুয়ে। এবং তার থেকে শুরু করে প্রতি চার বছর পর পর এই বিশ্বকাপ অনুষ্ঠিত
হয়।
প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে কোথায় অনুষ্ঠিত হয়
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে তা হয়তো এতক্ষণে আপনি পুরোপুরি বুঝতে
পেরেছেন। এবার আপনার সামনে তুলে ধরেছি কোন দেশে ২০৩০ সালের আগ পর্যন্ত কোন দেশে
ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছে তার একটি চার্ট নিচে দেওয়া হল আপনার
জন্য। তাহলে ফুটবল ইতিহাসের সমস্ত বিশ্বকাপের আয়োজক সাল এবং
আয়োজক দেশ কোনটি তা আপনি জানতে পারবেন।
আয়োজক দেশ | আয়োজক সাল |
---|---|
উরুগুয়ে | ১৯৩০ |
ইতালি | ১৯৩৪ |
ফ্রান্স | ১৯৩৮ |
ব্রাজিল | ১৯৫০ |
সুইজারল্যান্ড | ১৯৫৪ |
সুইডেন | ১৯৫৮ |
চিলি | ১৯৬২ |
ইংল্যান্ড | ১৯৬৬ |
মেক্সিকো | ১৯৭০ |
জার্মানি | ১৯৭৪ |
আর্জেন্টিনা | ১৯৭৮ |
স্পেন | ১৯৮২ |
মেক্সিকো | ১৯৮৬ |
ইতালি | ১৯৯০ |
মার্কিন যুক্তরাষ্ট | ১৯৯৪ |
ফ্রান্স | ১৯৯৮ |
জাপান ও দক্ষিণ কোরিয়া | ২০০২ |
জার্মানি | ২০০৬ |
দক্ষিণ আফ্রিকা | ২০১০ |
ব্রাজিল | ২০১৪ |
রাশিয়া | ২০১৮ |
কাতার | ২০২২ |
কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট | ২০২৬ |
বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন তালিকা
১৯৩০ থেকে শুরু করে এখন পর্যন্ত ২২ বার ফুটবল বিশ্বকাপ অনুষ্টিত হয়েছে।
কিন্তু আমরা প্রায় অনেকেই জানিনা কোন দেশ কত সালের বিশ্বকাপে জয়ী হয়েছেন। আর
সেজন্য আজকের এই আর্টিকেলে আমরা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন তালিকা উল্লেখ
করেছি। নিচে তা চার্ট আকারে দেওয়া হলো।
চ্যাম্পিয়ন দল | চ্য়াম্পিয়নের সাল |
---|---|
উরুগুয়ে | ১৯৩০ |
ইতালি | ১৯৩৪ |
ইতালি | ১৯৩৮ |
উরুগুয়ে | ১৯৫০ |
জার্মানি | ১৯৫৪ |
ব্রাজিল | ১৯৫৮ |
ব্রাজিল | ১৯৬২ |
ইংল্যান্ড | ১৯৬৬ |
ব্রাজিল | ১৯৭০ |
জার্মানি | ১৯৭৪ |
আর্জেন্টিনা | ১৯৭৮ |
ইতালি | ১৯৮২ |
আর্জেন্টিনা | ১৯৮৬ |
জার্মানি | ১৯৯০ |
ব্রাজিল | ১৯৯৪ |
ফ্রান্স | ১৯৯৮ |
ব্রাজিল | ২০০২ |
ইতালি | ২০০৬ |
স্পেন | ২০১০ |
জার্মানি | ২০১৪ |
ফ্রান্স | ২০১৮ |
আর্জেন্টিনা | ২০২২ |
ফুটবলের আবিষ্কারক কে ছিলেন
ফুটবলের আবিষ্কারক কে ছিলেন তা কি আপনি জানেন। ফুটবল প্রায় সবারি প্রিয় খেলা।
কিন্তু এই ফুটবল খেলা যিনি আবিস্কার করেছেন সেই মহৎ ব্যাক্তিকে আমাদের চেনা ও
জানা প্রয়োজন। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলেই আমাদের মধ্যে একটা আলাদা অ্যামেজ
ফিল হয়। আর বিশ্বকাপ ফুটবল খেলা সবাই খুব আনন্দ করে উপভোগ করে। আর এই ফুটবল
খেলা নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। কিন্তু আপনি ফুটবল আবিস্কারকের নামটাই বলতে
পারলেন না।
আরেকটি পোষ্টঃ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা
১৮৬৩ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম ফুটবল খেলার জন্ম হয়। এর আগে কেউ ফুটবল খেলার
রুপ দিতে পারেনি। আর তাই ইংল্যান্ডকে আধুনিক ফুটবলের জনক বলা হয়ে থাকে। এবং
অনেক নিয়ম পরিবর্তন করে ওয়াল্টার ক্যাম্প ফুটবলের পুরো রুপ ফুটিয়ে
তুলেছেন। আর তখন থেকে শুরু করে ফুটবল খেলা সেই নিয়মেই চলে আসছে।
বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে সেটা জানলাম। কিন্তু আমরা কি এটা জানি
যে বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? ১৯ শে ডিসেম্বর ১৮৬৩
সালে ইংল্যান্ডের লন্ডন শহরে বিশ্বের প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তখন স্কুল
কলেজ বা সেখানকার ফুটবল ক্লাব গুলোর মধ্যে খেলা হয়েছিল। আর সেই ম্যাচ ঔতিহাসিক
ম্যাচ হিসেবে ধরা হয়। কারন বিশ্বের ফুটবলের প্রথম ম্যাচ ছিল সেই ম্যাচ।
ফুটবল আরো আগ থেকে চলে আসছে, কিন্তু বর্তমান সময়ের যে আধুনিক ফুটবল খেলা তার
পূ্র্ণ রুপ দিয়েছে ১৮৬৩ সালে। এবং তখন বিভিন্ন স্কুল ক্লাবের খেলা হয় এবং সেই
খেলার মধ্য সমস্ত আধুনিক ফুটবলেন নিয়ম তুলে ধরা হয়। এবং পরবর্তীতে এর জন্য
ফুটবলের সমস্ত নিয়ম কানুন পরিপূর্ন রুপ দেওয়ার জন্য একটি ফুটবল সংস্থা তৈরি করা
হয় সেটি হলো ফিফা। আর তথন থেকেই এই খেলা দিয়ে ফুটবলের যাত্রা শুরু হয়।
শেষকথা
২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় হবে তার বিস্তারিত আপনি জানতে পেরেছেন বলে আমি মনে
করি। এছাড়াও ফুটবল ইতিহাসের কিছু তথ্যও আমরা এই আর্টিকেলে তুলে ধরার চেষ্টা
করেছি। আপনার আরো যদি কোনো তথ্য অজানা থেকে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে
পারেন। অথবা আমাদের এই অর্গানাইজ আইটি ওয়েবসাইটে ফলো রাখতে পারেন। আজকের মতো
এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url