কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত তার বিস্তারিত তথ্য জানুন
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত তা জানতে আজকে আপনি সঠিক আর্টিকেলে প্রবেশ করেছেন।
আপনি যদি কুয়েতে ড্রাইভিং ভিসা করে যেতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার সহায়ক
হবে। এই আর্টিকেলে আমরা কুয়েত ড্রাইভিং ভিসার কেমন বেতন হবে তার বিস্তারিত
আলোচনা করেছি।
কারণ এই আর্টিকেলে আমরা কুয়েত ভিসা কিভাবে করতে হয় এবং ড্রাইভিং ভিসাতে গেলে
তার বেতন কেমন হবে তার সমস্ত বিষয় উল্লেখ করেছি। আপনার যদি এই বিষয়ে অজানা থাকে
তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য।
পেজ সূচিপত্রঃ কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত এই বিষয়টি অনেকেরই অজানা। তাই অনেকেই এই
অজানার জন্যই কুয়েত ড্রাইভিং ভিসায় যেতে পারে না। কিন্তু আপনি যদি জানেন
তাহলে অবশ্যই আপনি এই কুয়েত দেশে ড্রাইভিং ভিসায় আসতে পারেন। কুয়েতে
ড্রাইভিং ভিসায় গেলে তাকে অবশ্যই সম্পূর্ণ জেনে শুনে ভিসার জন্য আবেদন করা
প্রয়োজন। তার কাজ কি হবে, কোন ভিসায় সে যাবে, তার মালিক কেমন হবে, এবং তার
বাসা কেমন হবে এই সকল বিষয়গুলো জানা প্রয়োজন।
আপনি যদি ড্রাইভিং কুয়েতে যেতে চান তাহলে তার আগে আপনাকে অবশ্যই ড্রাইভিং
করা জানতে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তা না হলে আপনাকে কাজ
নাও দিতে পারে। কুয়েতে ড্রাইভিং ভিসার বেতন একেক ধরনের হতে পারে। ধরুন আপনি
কোন বাড়িতে কাজ পেলেন বা কোন কোম্পানিতে কাজ পেলেন, কোম্পানিতে সাধারণত
ড্রাইভিং করার জন্য ১১৫ থেকে ১২০ দিনার দিয়ে থাকে।
আরো পড়ুনঃ ই পাসপোর্ট আবেদন করার নিয়ম
এবং বাসা বাড়িতে কাজ পেলে সর্বনিম্ন ৭৫ ডিনার থেকে ২০০ থেকে ২৫০ দিনার
পর্যন্ত হতে পারে। তবে এটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কিন্তু নতুন অবস্থায়
এরকম বেতন আপনি পাবেন না। তা যারা যেতে চান তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স
করে এবং ড্রাইভিং শিখে যেতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কুয়েতে
ড্রাইভিং এর জন্য কত বেতন দিয়ে থাকে। তাই আপনি চাইলে ড্রাইভিং ভিসাই
কুয়েত যেতে পারেন।
কুয়েত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা
কুয়েত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আপনাকে কুয়েতে গিয়ে পরীক্ষা দিয়ে পাস
করতে হবে। প্রথমে আপনার যখন সিরিয়াল নাম্বার আসবে তখন আপনাকে ডেকে নেওয়া
হবে। এবং আপনাকে কয়েকটা গাড়ির মধ্যে যেকোনো একটাতে বসিয়ে দিবে। এবং বসার
পরে আপনি সাথে সাথে আপনার সিট বেল্ট লাগিয়ে নিবেন। সিটবেল যদি কোন কারণবশত
লাগাতে ভুলে যান তাহলে আপনাকে রিজেক্ট করা হবে।
এবং গাড়িতে যদি স্টার্ট করা না থাকে, তাহলে আপনি গাড়ি স্টার্ট করে নিবেন।
এবং অনেকগুলো পার্কিং করার জন্য ছোট ছোট গ্যাপ তৈরি করা আছে। যাকে বলা হয়
পকেট পারকিং। আপনাকে সেই পার্কিং গুলোতে গাড়িকে ব্যাক করিয়ে পার্কিং করতে
হবে। এবং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন পার্কিং করার জন্য ডান বাম দুই পাশেই
শিখে রাখবেন। কারণ তারা যেকোনো একটি পার্কিং নাম্বারে আপনাকে গাড়ি পার্কিং
করতে বলতে পারে।
আরেকটি পোষ্টঃ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
এবং পার্কিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার গাড়ি কোন বক্সের
সাথে না লেগে যায়। কোন কারণবশত যদি লেগে যায় তাহলে আপনাকে রিজেক্ট করা হবে।
এবং পুরো গাড়িটি সেই পার্কিং এর দাগের মধ্যে রাখতে হবে। মূলত এই পার্কিং
পরীক্ষাটাই বেশি নেওয়া হয়। আপনি যদি সম্পূর্ণ পরীক্ষাতে উত্তীর্ণ হতে
পারেন, তাহলে আপনাকে সিলেক্ট করা হবে। এবং আপনি কুয়েতে ড্রাইভিং করতে
পারবেন।
কুয়েত ড্রাইভিং লাইসেন্স চেক
কুয়েত ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে আপনাকে।
আর কুয়েত ড্রাইভিং লাইসেন্স চেক করা কাজ সম্পূর্ণ পরিচালনা করে জেনারেল
ডিপার্টমেন্ট অফ ট্রাফিক থেকে। এবং কুয়েতে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য
আপনাকে প্রথমে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট ওয়েবসাইট থেকে আপনি ড্রাইভিং
লাইসেন্স এর এবং ড্রাইভিং ভিসা চেক করে নিতে পারেন।
এছাড়াও আপনি মোবাইল ফোন থেকে MOI অ্যাপ ব্যবহার করে আপনার ড্রাইভিং লাইসেন্স
চেক করতে পারেন। এবং সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
এছাড়াও কোন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে মোবাইলে
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারেন। তারা আপনাকে এসএমএস এর
মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত খবর জানাবে।
কুয়েত ড্রাইভিং ভিসার দাম কত
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত তা কিন্তু আপনি জানলেন, এবার চলুন জেনে আসা যাক
কুয়েত ড্রাইভিং ভিসা করতে কত টাকা খরচ হতে পারে। কুয়েতে ড্রাইভিং ভিসার খরচ
নির্ভর করে কিছু বিষয়ের উপর। যেমন আপনি নতুন লাইসেন্স করেছেন কিনা বা আপনার
লাইসেন্সটি পুরাতন কিনা। আবার আপনি কোথায় থেকে এবং কিভাবে আবেদন করছেন এই
বিষয়ের উপর নির্ভর করে ভিসার খরচ।
আপনি যদি নতুনভাবে লাইসেন্স করতে চান তাহলে আপনার ভিসার খরচটা একটু বেড়ে
যাবে। এবং আপনার যদি পূর্বের লাইসেন্স থাকে তাহলে আপনার খরচটাও ভিসার
ক্ষেত্রে কম আসবে। যদি আপনি নতুন করে আবেদন করেন তাহলে খরচ হতে পারে ১৫০
কুয়েতি দিনার। এবং আপনি যদি আগে লাইসেন্স রিনিউ করা থেকে আবেদন করেন তাহলে
খরচটা অনেক কমে আসবে। এক্ষেত্রে দেখা যায় মাত্র ২০ কুয়েতি দিনারের মত খরচ
পড়বে।
এবং এই খরচ যেকোনো সময় সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। আর যদি আপনি এর
আপডেট তথ্য জানতে চান, তাহলে আপনি চাইলে সরাসরি জেনারেল ডিপার্টমেন্ট অফ
ট্রাফিক থেকে খোঁজ নিতে পারেন। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে
পেরেছেন, যে কুয়েত ড্রাইভিং ভিসার দাম কেমন হতে পারে বা খরচ কেমন হতে পারে।
কুয়েতে কোন কাজের চাহিদা বেশি
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত তা সম্পর্কে জানলাম, কিন্তু আপনি কি জানেন
কুয়েতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। সারা বিশ্বের মধ্যে কুয়েত দেশ অনেক
উন্নত একটি রাষ্ট্র। আর সেজন্য সব ধরনের কাজের সুযোগ-সুবিধা রয়েছে কুয়েতে। এর
জন্য অনেক প্রবাসী কুয়েতে যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু যাওয়ার আগে আমাদের
কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। যারা কুয়েতে যেতে চাই তাদের অনেকেরই ধারণা
নেই যে কুয়েতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি।
আরো পড়ুনঃ কানাডা যাওয়ার যোগ্যতা ও করনীয়
কিন্তু কুয়েতে যাওয়ার আগে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কারণ অভিজ্ঞতাদের
আলাদাভাবে প্রাধান্য দিয়ে থাকে। এর জন্য আপনাকে জানা দরকার কুয়েতে কোন কাজের
চাহিদা বেশি। এবং সেই কাজের প্রতি আপনার দক্ষতা বাড়িয়ে তারপর কুয়েতে যাওয়া
উচিত। কুয়েতে কিছু কাজের চাহিদা অনেক বেশি যেগুলো এদেশের মানুষের
অনেকেরই অজানা। তাই চলো জেনে নিই কোন কাজগুলো কুয়েতে সবচেয়ে বেশি চাহিদা।
সবচেয়ে চাহিদা সম্পন্ন কাজগুলো হলো, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল,
কনস্ট্রাকশন, ড্রাইভিং, ওয়েটার, অফিস ক্লিনার, মেডিকেল ক্লিনার, ওয়েল্ডিং এর
কাজ ইত্যাদি। এই সকল কাজগুলো কুয়েতে খুব বেশি চাহিদা সম্পন্ন। এবং এই কাজগুলোর
বেতনো ভালো পরিমাণে দিয়ে থাকে। এই কাজগুলো দক্ষতা অর্জন করে আপনি চাইলে
কুয়েতে এই সকল কাজের উদ্দেশ্যে যেতে পারেন।
কুয়েত ভিসার আবেদনের নিয়ম
কুয়েত ভিসার আবেদনের নিয়ম আপনার জানা দরকার যদি আপনি কুয়েতে যেতে চান। কুয়েতে
সাধারনত সব ভিসার আবেদনের নিয়ম প্রায় একই। তবে এর জন্য আপনাকে কিছু ধাপ অনুসরন
করতে হবে। এর জন্য প্রথমেই আপনাকে ভিসার ধরন বাছাই করতে হবে। কর্মী ভিসা,
পরিবার ভিসা, ভিজিট ভিসা, অস্থায়ী ভিসা ইত্যাদি। এরপর আপনি যেই কোম্পানির জন্য
যাবেন, তাদের থেকে একটি অফার লেটার নিতে হবে।
এবং আপনার NID কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। এরপর
আপনি সেই ডকুমেন্ট গুলো দিয়ে কুয়েতের ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে
পারবেন। এরপর আপনাকে মেডিকেল পরিক্ষা করতে হবে। এবং আপনি কুয়েত ভিসার জন্য ফি
প্রদান করতে হবে। এরপর আপনি পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করে কুয়েতে যেতে
পারবেন।
কুয়েতে কোন কোন কাজের বেতন বেশি
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত তা আমরা জানলাম। এবার চলুন জেনে আসি কুয়েতে
সবচেয়ে কোন কোন কাজের বেতন বেশি। এটি আপনার জানা খুবই দরকার। কারন এই কাজগুলো
শিখে এসে যদি কুয়েতে করতে পারেন, তাহলে আপনি অনেক বেশি বেতন পাবেন। আর আপনি খুব
দ্রুত সফলতা আসবে। সেই কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ান।
কোম্পানির ইলেকট্রিশিয়ান কাজ করার পাশাপাশি আপনি চাইলে অনেক বাড়িতেও
ইলেকট্রিশিয়ান এর কাজ করতে পারেন।
এছাড়াও রয়েছে ড্রাইভিং। কুয়েতে প্রায় সব বাড়িতেই কয়েকটা করে গাড়ি আছে। আর
সেসব গাড়ি চালানোর জন্য তারা ড্রাইভার নিয়ে থাকে। এবং বেতনও অনেক টাকা দেয়।
এছাড়া সবচাইতে টাকা বেশি দিয়ে থাকে গ্রাফিক্স ডিজাইন শেখা ব্যক্তিদের। আপনি
যদি একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে কুয়েতের কোম্পানির গুলোতে
কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়াও আপনি যদি এসি সার্ভিসিং এর কাজ জানেন তাহলে এখান থেকে অনেক টাকা ইনকাম
করতে পারবেন। আপনার কোম্পানির দেওয়া কাজের পাশাপাশি আপনি চাইলে ওভার টাইমে
অনেক বাড়িতেও এসি সার্ভিসিং এর কাজ করতে পারবেন। এতে করে কোম্পানির বেতনের
পাশাপাশি আপনার বাড়তি বেতন যুক্ত হয়ে যাবে। আর এই সকল কাজগুলো জানলে আপনি
অনেক টাকা বেতন পেতে পারেন।
মূলকথা
কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত তা নিশ্চয়ই আপনি এতক্ষণে পুরোপুরি বুঝতে পেরেছেন।
আপনি যদি কুয়েত ড্রাইভিং ভিসার যান তাহলে এর বেতন খুব একটা খারাপ হবে না বলে আমি
মনে করি। কারণ কুয়েতি টাকার মূল্য অনেক। এবং আপনি যদি লাকি পার্সোন হয়ে থাকেন
তাহলে আপনার মালিক আপনাকে বেতন বৃদ্ধি করতে পারে। তবে ড্রাইভিং লাইসেন্স এবং
আপনাকে ড্রাইভিং অবশ্যই শিখে যেতে হবে। তা না হলে তাদের পরীক্ষায় আপনি পাস করতে
পারবেন না।
আশা করি এই আর্টিকেল থেকে আপনি কুয়েতি ড্রাইভিং ব্যাপারে পরিপূর্ণ ধারণা
পেয়েছেন। এর মধ্যেও যদি আপনার কোন কিছু অজানা থেকে থাকে তাহলে আমাদের সাথে
সরাসরি আর যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের এই ওয়েবসাইটে ফলো দিয়ে রেখে
প্রতিনিয়তই নতুন আপডেট খবর নিতে পারেন। আশা করি আপনাকে আমরা বোঝাতে পেরেছি। তাই
আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url