নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি তা জেনে নিন
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি আপনি কি তা জানেন? আপনি
যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনারও জানা উচিত, যে বর্তমান
সময়ে সবচাইতে সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কোনটি।
এছাড়াও এই আর্টিকেলে আমরা উল্লেখ করেছি বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর সবচাইতে
চাহিদা সম্পন্ন কাজ কোনটি। এবং এই বাংলাদেশে কোন কাজের চাহিদা বেশি তার সমস্ত
বিষয় আলোচনা করেছি। আর সেজন্য আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য।
পেজ সূচিপত্রঃ নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি
- নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা
- ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি
- বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি
- ফ্রিল্যান্সিং এর কতগুলো সেক্টর আছে কি কি
- ফ্রিল্যান্সিং সেক্টরে বায়ার কাকে বলা হয়
- বাংলাদেশে কোন কাজের চাহিদা বেশি
- শেষকথা
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি তা হয়তো আপনার অজানা।
যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য সেরা মার্কেটপ্লেস তাদের কাজের
অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী হয়ে থাকে। তবে এমন কিছু মার্কেটপ্লেস রয়েছে
যেখানে নতুন ফ্রিল্যান্সাররাও চাইলেই কাজ শুরু করতে পারে। আর সেখানে যদি ভালো
পারফরম্যান্স দেখাতে পারে কোন একজন ফ্রিল্যান্সার, তাহলে সে কাজ করে শেষ
করতেই পারবে না।
আরো পড়ুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব
আর সেই গুলো হল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস
এর মধ্যে রয়েছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডটকম, টপটাল এই ধরনের আরো
অনেক মার্কেটপ্লেস রয়েছে নতুন ফ্রিল্যান্সারদের জন্য। আর সেই নতুন
ফ্রিল্যান্সার যদি তার কাজের দক্ষতা দিয়ে কাজ করতে পারে তাহলে নিশ্চিন্তে
বলা যায় সে অনেক কাজের অর্ডার পেতে পারে। যদি তার একাউন্টের গিট তৈরি করার
পারফরম্যান্স ভালো থাকে।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা করেছি আজকের এই আর্টিকেল এর মধ্যে। এই
তালিকার মধ্যে রয়েছে অনেক ধরনের ফ্রিল্যান্সিং এর মার্কেটপ্লেসের নাম। আর এই
সব মার্কেটপ্লেসে বিশ্বের সব ফ্রিল্যান্সাররা কাজের সুযোগ তৈরি করে কাজ করে
থাকে। আর এইসব মার্কেটপ্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের ক্লায়েন্টদের
সাথে বন্ধুত্বময় সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, এবং কাজ করে থাকে। নিচে এমন
কিছু মার্কেটপ্লেস এর তালিকা প্রকাশ করা হলো।
ক্রমিক নং | মার্কেটপ্লেসের নাম |
---|---|
১ | Upwork |
২ | Fiverr |
৩ | Freelancer |
৪ | PeoplePerHour |
৫ | Guru |
৬ | Toptal |
৭ | SimplyHired |
৮ | AngelList |
৯ | Remote OK |
১০ | 99designs |
১১ | We Work Remotely |
১২ | TaskRabbit |
১৩ | Hubstaff Talent |
১৪ | DesignCrowd |
১৫ | Outsourcely |
ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস কোনটি
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি আপনার হয়তো অজানাই
রয়েছে। ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেস হচ্ছে আপ
ওয়ার্ক। এই মার্কেটপ্লেসে পুরো বিশ্বের হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সাররা
প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। আর এই মার্কেটপ্লেসে সব ধরনের কাজ করা যায়। যেমন
ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন
ইত্যাদি এই সকল ধরনের কাজ গুলো আপ ওয়ার্ক মার্কেট প্লেসে করা যায়।
গুরুত্বপূর্ণ পোষ্টঃ ছাত্র জীবনে টাকা আয় করার উপায়
আপ ওয়ার্ক এর পাশাপাশি ফ্রিল্যান্সার ডট কম, ফাইবার ডট কম এসব মার্কেটপ্লেস
গুলোও অনেক বড়। তবে এগুলোর চাইতেও আপ ওয়ার্কের কাজ করার ফ্রিল্যান্সারের
সংখ্যা বেশি। আর এই আপ ওয়ার্কে বড় বড় ফ্রিল্যান্সিংয়ের কাজ করা যায়। এর
তুলনায় তবে ফাইবারের কাজগুলো অনেক ছোট ছোট, যেগুলো সহজেই ক্লায়েন্টরা করিয়ে
নিতে পারে। আর তাই বলা যায় ফ্রিল্যান্সারদের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড়
মার্কেটপ্লেস আপ ওয়ার্ক।
বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি
বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি তা আমরা
অনেকেই জানিনা। আর সেজন্য আমরা ফ্রিল্যান্সিং এর সঠিক মাধ্যমে কাজ করতে
পারছি না। তাই আজকে আপনাদের বলব ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ
মাধ্যম কোনটি এবং কেন। বর্তমানে অনেক ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে বেকার বসে
থাকে। কিন্তু এই বেকার সময়কে কাজে লাগিয়ে আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারি।
তার জন্য দরকার সঠিক গাইড লাইন।
আর আজকে আপনাদের সামনে তুলে ধরছি ফ্রিল্যান্সিং এর সঠিক গাইডলাইন। আপনি যদি
একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার ফ্রিল্যান্সিং এর হাতে
খড়ি হতে হবে ডিজিটাল মার্কেটিং দিয়ে। কারণ এই ডিজিটাল মার্কেটিং এর
মাধ্যমেই ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ি শুরু হয়। আর ডিজিটাল মার্কেটিং এর
মাধ্যমে ফ্রিল্যান্সিং এর সমস্ত সেক্টর আলোচনা করা হয় এবং শেখা যায়।
বর্তমান সময়ে অনেক বেকার ছেলেমেয়ে ডিজিটাল মার্কেটিং এ কাজ করে তাদের
মূল্যবান সময়কে কাজে লাগিয়ে তারা জীবন গড়ে তুলছে। তাই আপনিও আপনার
মূল্যবান সময়কে কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ শুরু করতে পারেন।
বর্তমান সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। তাই আমার নিজের দৃষ্টিকোণ থেকেই
বলতে পারি ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে ডিপেন্ডেবল একটি সেক্টর।
ফ্রিল্যান্সিং এর কতগুলো সেক্টর আছে কি কি
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি এবং ফ্রিল্যান্সিং এর
কতগুলো সেক্টর আছে সেটি অনেকেরই অজানা। ফ্রিল্যান্সিং শুরু করার আগে ভাবছেন
আপনি কোন সেক্টরে কাজ করবেন। এবং তা নিয়ে থাকে অনেক প্রশ্ন এবং আপনি জানতে চান
কি কি সেক্টরে রয়েছে ফ্রিল্যান্সিং এ। আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল
মার্কেটিং এই সেক্টর গুলার নাম শুনে থাকবেন। কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক
সেক্টর রয়েছে ফ্রিল্যান্সিংয়ে। তা ছক আকারে আপনাদের সামনে নিচে তুলে ধরা হলো।
ক্রমিক নং | ফ্রিল্যান্সিং সেক্টর |
---|---|
১ | গ্রাফিক ডিজাইন |
২ | ডিজিটাল মার্কেটিং |
৩ | অনুবাদ |
৪ | ওয়েব ডেভেলপমেন্ট |
৫ | কনটেন্ট রাইটিং |
৬ | অডিও প্রোডাকশন |
৭ | অ্যাপ ডেভেলপমেন্ট |
৮ | ভিডিও প্রোডাকশন |
৯ | বিজনেস কনসালটিং |
১০ | কৃত্রিম বুদ্ধিমত্তা |
ফ্রিল্যান্সিং সেক্টরে বায়ার কাকে বলা হয়
ফ্রিল্যান্সিং সেক্টরে বায়ার হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি ফ্রিল্যান্সারদের
কাছ থেকে তাদের প্রয়োজনীয় সেবা বা কাজ করিয়ে নিয়ে থাকে। সহজভাবে বলতে
গেলে মায়ার হচ্ছে ফ্রিল্যান্সারদের গ্রাহক বা ক্লায়েন্ট কে বুঝায়। বিভিন্ন
ধরনের মার্কেটপ্লেসে এসে বায়াররা ফ্রিল্যান্সারদের কাছ থেকে সেবা খুঁজে
নেয়। এবং বায়ার রা বিভিন্ন মার্কেটপ্লেসে ঢুকে কোন কাজ করিয়ে নিবে সেটি
নির্বাচন করে থাকে। এবং ফ্রিল্যান্সারদের সাথে চুক্তি করে কাজ করিয়ে নেয়।
আরো পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps
এছাড়া তারা তাদের মন মত ফ্রিল্যান্সারদের খুঁজে তাদের কাজ দিয়ে থাকে। এবং
ফ্রিল্যান্সাররা কাজ করিয়ে দেওয়ার পর বায়াররা সেই কাজের পেমেন্ট প্রদান
করে থাকে। এবং বায়ারের কাজ হল তাদের মনমতো সঠিক ফ্রিল্যান্সার বেছে নিয়ে
উপযুক্ত পেমেন্ট প্রদান করে কাজ করিয়ে নেওয়া বা সেবা নেওয়া। আর তাই
ফ্রিল্যান্সারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বায়ার।
বাংলাদেশে কোন কাজের চাহিদা বেশি
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি তা হয়তো জেনে গেছেন।
বাংলাদেশের ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি এবং কোন কোন কাজগুলো সবচেয়ে
বেশি জনপ্রিয় তা আপনাদের সামনে আজকে এই সেকশনে এসে তুলে ধরেছি। প্রথমত
গ্রাফিক্স ডিজাইন যা বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় মাধ্যম। এটি সবাই শিখতে চাই
কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়াই অনেকেই শিখতে পারেনা। বিভিন্ন প্রতিষ্ঠানের,
বিজনেসের জন্য লোগো, ব্যানার বানানো হয় গ্রাফিক্স ডিজাইন শেখার মাধ্যমে।
গ্রাফিক্স ডিজাইন করতে হলে বিশেষ কিছু টুল সম্পর্কে ধারণা লাভ করতে হয়। যেমন
এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা ইত্যাদি টুল দিয়ে গ্রাফিক্সের কাজ সম্পন্ন
করা যায়। বাংলাদেশে আরও কিছু মাধ্যম রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়। একটা হল
এসইও, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, আর্টিকেল ইত্যাদি। বাংলাদেশের
ফ্রিল্যান্সিং এ এই সকল কাজগুলো বেশ গুরুত্বপূর্ণ ও খুবই জনপ্রিয়। আর এইসব
কাজগুলো করে বাংলাদেশের বাজারে খুব সহজেই মার্কেট পাওয়া সম্ভব।
শেষকথা
নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি তা নিশ্চয়ই এতক্ষণে
আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আজকের
এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনি এই আর্টিকেলটি পড়ে তা
বুঝতে পেরেছেন এবং আপনি উপকৃত হয়েছেন। এই ধরনের আরো অজানা তথ্য পেতে আমাদের এই
ওয়েবসাইটে ফলো দিয়ে রাখতে পারেন।
আমরা প্রতিনিয়তই এই ধরনের পোস্ট পাবলিশ করে থাকি। তাই আজকের মত এখানেই বিদায়
নিচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url