মোবাইল দিয়ে ফাইবারে কাজ করার গুরুত্বপূর্ণ ১০ টি উপায়
মোবাইল দিয়ে ফাইবারে কাজ কিভাবে করতে হয় এই বিয়ষটা জানতে আজকে আপনি সঠিক
আর্টিকেলে প্রবেশ করেছেন। আজকের এই আর্টিকেলে আমরা প্রকাশ করেছি মোবাইল দিয়ে
কিভাবে ফাইবারে কাজ করা যায়।
এছাড়াও আজকের এই আর্টিকেলে প্রকাশ করেছি মোবাইল দিয়ে কিভাবে ফাইবার একাউন্ট খোলা
যায় এবং কাজ করার ১০ টি উপায়। তাহলে চলুন যেনে নিই আপনার হাতে থাকা ফোন দিয়েও
কিভাবে ফাইবারে কাজ করা যায়।
পেজ সূচিপত্রঃ মোবাইল দিয়ে ফাইবারে কাজ
- মোবাইল দিয়ে ফাইবারে কাজ
- ফাইবারের কাজ কি
- ফাইভারে কাজ পাওয়ার উপায়
- ফাইবার একাউন্ট খোলার নিয়ম
- Fiverr com কি ধরনের মার্কেট প্লেস
- ফাইভারে গিগ তৈরির পদ্ধতি
- কখন ফাইবার মার্কেটপ্লেসে কাজ শুরু করা যাবে
- শেষকথা
মোবাইল দিয়ে ফাইবারে কাজ
মোবাইল দিয়ে ফাইবারে কাজ করার জন্য বেশ কিছু পদ্ধতি অনুসরন করতে হবে। ফাইভার
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি অনলাইন ফ্রিল্যার্ন্সিং প্লাটফর্ম। আর
এই ফাইবারে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করা যায়। যদি আপনি সেই কাজগুলোর
উপর ভালো দক্ষতা অর্জন করতে পারেন। ফাইবারে বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন
গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি আর
অনেক।
গুরুত্বপূর্ণ পোস্টঃ ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা
আর মোবাইলের জন্য ফাইবার অ্যাপ রয়েছে। সেই অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট তৈরি
করতে হবে। এবং সেখানে সর্বপ্রথম আপনাকে গিফট তৈরি করার জন্য প্রবেশ করতে হবে।
মোবাইল দিয়েও সহজে গিক তৈরি করা যায়। এবং সেই গিকের মধ্যে থাকবে আপনি কি কি
কাজ করতে পারবেন, সেই কাজের জন্য আপনি কত টাকা নিবেন ইত্যাদি বিষয়গুলো। আর
এভাবে আপনি মোবাইল দিয়েও ফাইভারে কাজ করতে পারেন।
ফাইবারের কাজ কি
ফাইভারের কাজ কি এটা হয়তো অনেকেই আমরা জানি যারা ফ্রিল্যান্সিং জগতে রয়েছি।
ফাইবার একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম।
যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কাজের অর্ডার নিয়ে থাকে। আর এখানে
ফ্রিল্যান্সাররা গিট তৈরি করার মাধ্যমে গ্রাহকদের কাজের অফার করে থাকে। আর
সেই অফারগুলো গ্রাহকরা নিয়ে তাদের সেবা নেই। এখানে ফ্রিল্যান্সিং এর অনেক
কাজ করা যায়।
আরেকটি পোস্টঃ গ্রাফিক্স ডিজাইন এর কাজ গুলো কি কি
সেই কাজগুলোর মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট
রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ট্রান্সক্রিপশন, মিউজিক, ফটোগ্রাফি
এবং আরো অন্যান্য কাজগুলো করা যায়। আর এই সকল কাজগুলো করে ফ্রিল্যান্সার
তাদের কাজ সম্পন্ন করে। আর ফাইবার একটি বিস্তৃত মাধ্যম। যেখানে সেবা পেতে
গ্রাহকরা প্রতিনিয়তই কাজের অর্ডার দিয়ে থাকে। আর এভাবেই ফাইবারে কাজ করা
যায়।
ফাইভারে কাজ পাওয়ার উপায়
ফাইভারে কাজ পাওয়ার উপায় জানতে এই আর্টিকেলটি আপনাকে অনেক ভাবে সাহায্য করতে
পারে। ফাইভারে কাজ পাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের ভালোমতো
ধারণা ও স্কিল শিখতে হবে ও জানতে হবে। এরপরে আপনি ফাইভারে গিয়ে একটি একাউন্ট
ক্রিয়েট করতে পারেন। এবং সেই একাউন্টে আপনি গিফট তৈরি করে বিভিন্ন
ফ্রিল্যান্সিং এর কাজগুলো সম্পন্ন করতে পারেন।
এরপরে আপনি ফাইভার একাউন্টে ঢুকে আপনার সমস্ত কাজের সাইটগুলোকে পর্যবেক্ষণ
করতে পারেন। এবং ফাইভার একাউন্টে কাজ পাওয়ার জন্য আপনি অন্যান্য
ফ্রিল্যান্সারদের চাইতে বেশি সুযোগ-সুবিধা দিয়ে থাকবেন। এতে করে আপনার
ফাইভার একাউন্টে কাজ করার উপায় বেশি পাবেন এবং আপনি প্রচুর পরিমাণে কাজ
অর্ডার পাবেন। এবং অল্প বাজেটে যারা সার্ভিস নিতে চাই তাদের জন্য
মার্কেটিং করুন।
তাহলে আপনি ফাইভার অ্যাকাউন্ট অনেক অনেক কাজ অনায়াসেই পেয়ে যাবেন। যদি
আপনার কাজ সুন্দর হয় ও সঠিক হয়। ফাইভারে কাজ করতে হলে নিজেকে অনেক
দক্ষ ও স্কিল অর্জন করে কাজ করতে হবে। যাতে আপনার কাজগুলো অনেক সুন্দর হয়
এবং কাস্টমাররা সেই কাজগুলো করে নিয়ে ভালো ভালো রিভিউ দিতে পারে। তাহলে আপনি
পরবর্তীতে আরো বেশি থাকায় কাজ পেতে পারেন।
ফাইবার একাউন্ট খোলার নিয়ম
মোবাইল দিয়ে ফাইবারে কাজ করার জন্য আমাদের প্রথমত ফাইভারে একাউন্ট খুলতে
হবে। ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের ফাইবার ডট কমে
প্রবেশ করতে হবে। এরপরে আপনার ইমেল দিয়ে সাইন আপ করে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি
করে নিতে হবে। এছাড়াও আপনি চাইলে গুগল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আপনার
ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবং সেই একাউন্টে আপনার পুরো তথ্য প্রকাশ
করুন।
দিতে হবে আপনার পূর্ণ নাম, একটি প্রোফাইল ছবি, এবং আপনার সমস্ত অভিজ্ঞতা তুলে
ধরতে হবে। এরপরে আপনাকে ফাইবারে কাজ শুরু করার জন্য গিক তৈরি করতে হবে। এবং সেই
গিকে প্রকাশ করুন আপনি কোন কোন কাজ করবেন। তবে গিক তৈরি এমনভাবে করতে হবে যাতে
গ্রাহকরা আগ্রহী হয়। এবং ফাইবারে কাজের পেমেন্ট আপনি পেপাল অথবা পায়োনার
একাউন্টের মাধ্যমে টাকা নিতে পারেন।
Fiverr com কি ধরনের মার্কেট প্লেস
মোবাইল দিয়ে ফাইবারে কাজ করার জন্য আপনার জানা দরকার যে ফাইবার কেমন মার্টেক
প্লেস। তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কাজের কেমন চাহিদা রয়েছে। ফাইবার
মার্কেটপ্লেস বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। সেখানে বিশ্বের ফ্রিল্যান্সাররা
কাজ করে থাকে। এখানে সকল ফ্রিল্যান্সাররা গিক তৈরি করার মাধ্যমে অর্ডার
নিয়ে থাকেন। এবং তাদের সেই সেবা গুলো দিয়ে থাকে খুব সহজেই।
আরো পড়ুনঃ ইমেইল মার্কেটিং করে আয় করা যায় কিভাবে
ফাইবারে মূলত ফ্রিল্যান্সিং এর সমস্ত কাজ করা সম্ভব হয়। এবং বিশ্বের সকল মানুষ
এই ফাইবার থেকে কাজ করিয়ে নেয়। আর তাই এই ফাইবারের চাহিদা অনেক রয়েছে।
ফাইবারের কাজগুলো মূলত গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং,
ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ইত্যাদি আরো অনেক। এই সমস্ত
কাজগুলো করে ফ্রিল্যান্সাররা বিশ্বব্যাপী কাজ করে থাকেন। কারণ ফাইবার একটি
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস।
ফাইভারে গিগ তৈরির পদ্ধতি
ফাইভারে গিক তৈরির করার পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফাইবারে গিক
তৈরি করার পূর্বে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার গিক তৈরি করা যত ভালো হবে
আপনি তত অর্ডার পেতে পারেন। গিক তৈরি করার মূল উদ্দেশ্য হলো গিক তৈরি করার
মাধ্যমে নিজেই সেবাগুলো প্রদান করতে চান তা উপস্থাপন করা। আর তাই আপনাকে খুব
ভালোভাবে মাথায় রেখে গিক তৈরি করতে হবে।
আপনার ফাইবার একাউন্ট খোলার পরে নতুন গিফট তৈরি করার অপশনে গিয়ে গিকের টাইটেল
দিয়ে গিক তৈরি করুন। এবং সেই টাইটেল এমন হতে হবে যেটিতে গ্রাহকের চোখে পড়ে।
এবং আপনি ফাইবারে কি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করুন। গিগের
গ্যাগেট সেট করুন। গিকের বর্ণনা লিখুন, কি ওয়ার্ড ব্যবহার করতে হবে, গিগ
প্যাকেজ তৈরি করুন, গিগের ছবি বা ভিডিও আপলোড করুন এসব সবকিছু হয়ে গেলে আপনার
অ্যাকাউন্ট প্রকাশ করুন।
কখন ফাইবার মার্কেটপ্লেসে কাজ শুরু করা যাবে
মোবাইল দিয়ে ফাইবারে কাজ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে যা আপনি বুঝতে পেরেছেন
হয়তো। ফাইবারে কাজ করার জন্য আপনাকে বেশ কিছু পদ্ধতি অনুসরন করতে হবে। আপনি
প্রথমে ফাইবার একাউন্ট খুলে গিগ তৈরি করে পোস্ট করতে পারেন। তবে যারা নতুন
ফ্রিল্যান্সার তাদের জন্য প্রথমে কাজ পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে যদি
গিক তৈরি করা ভালো হয় তাহলে দ্রুত অর্ডার পাওয়াও সম্ভব।
আপনার দ্রুত কাজ পেতে কিছু পদক্ষেপ অনুসরন করতে পারেন। যেমন প্রথমে কম
মূল্যে গিগ অফার করতে পারেন। গিগের বর্ণনা স্পষ্ট এবং আকর্ষণীয় করতে
পারেন, প্রথম অর্ডার পেতে এক্সট্রা সেবা দিন এসব পদক্ষেপ অনুসরন করলে আপনি
ফাইবারে অল্প সময়েই নতুর অবস্থাতেই অর্ডার পেতে পারেন। এছাড়া গ্রাহকদের দ্রুত
সেবা প্রদান করার চেষ্টা করুন। তাহলে আপনার গ্রাহকরা দ্রুত কাজের অর্ডার করতে
পারে।
শেষকথা
মোবাইল দিয়ে ফাইবারে কাজ বিষয়টা আসলে কি এবং কিভাবে ফাইবারের কাজ করা যায়
তার সম্পূর্ণ বিষয় আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। আপনি যদি একজন
ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই
ফাইবার। অনেক ফ্রিল্যান্সার এই ফাইবারে কাজ করে মাসে লক্ষাধিক টাকা আয় করে
থাকে। তাই আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আজ থেকে শুরু করতে পারেন
ফাইভারে কাজ করা।
আশা করছি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর যদি ফাইবার নিয়ে কোন ধরনের অজানা
তথ্য থাকে তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। এবং আপনার অজানা তথ্য জানার
জন্য আমাদের এই ওয়েবসাইটে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url