৭ দিনে চুল লম্বা করার উপায় গুলোর ১০ টি টিপস
৭ দিনে চুল লম্বা করার উপায় জানতে আজকে আপনি সঠিক আর্টিকালে প্রবেশ করেছেন।
অনেক মেয়েদেরই চুল ছোট থাকায় বা চুল বড় না হওয়ার কারণে তারা চিন্তায় পড়ে
যায়। কেন তাদের চুল লম্বা হচ্ছে না এই প্রশ্নটা প্রায় অনেক মেয়েরই থাকে।
তাই আপনাদের কথা চিন্তা করে আজকের এই আর্টিকেলটিতে আমরা উল্লেখ করেছি এক
সপ্তাহের মধ্যে কিভাবে চুল লম্বা করা যায় তার ১০ টি উপায়। তাহলে চলুন জেনে
আসি এক সপ্তাহের মধ্যে চল লম্বা করার দশটি উপায় গুলো কি কি।
পোষ্ট সূচিপত্রঃ ৭ দিনে চুল লম্বা করার উপায়
৭ দিনে চুল লম্বা করার উপায়
৭ দিনে চুল লম্বা করার উপায় এই কথাটি শুনে হয়তো অনেকেই অবাক হবেন, যে এত
তাড়াতাড়ি মানুষের চুল কিভাবে লম্বা হতে পারে। ঘন লম্বা কালো চুল মেয়েদের
একটি সৌন্দর্যের কারণ। কিন্তু এই বিষয়ে অনেক মেয়েরাই চিন্তা করে কিভাবে
তারা চুল লম্বা করবে। তাই আজকের এই আর্টিকেলটিতে আমরা কিভাবে এক সপ্তাহের
মধ্যে আপনি চুল লম্বা করবেন তার বিস্তারিত আলোচনা করেছি।
গুরুত্বপূর্ণ পোষ্টঃ কলার খোসা দিয়ে রূপচর্চা
আপনি চাইলে আপনার চুল লম্বা করার জন্য পেঁয়াজের রসের সাথে সম পরিমাণ লেবুর
রস মিশিয়ে চুলে মাসাজ করতে পারেন। এরপর এক ঘন্টা পর তা শ্যাম্পু দিয়ে ধুয়ে
ফেলতে পারেন। আবার ডিমের হেয়ার মাক্স ব্যবহার করতে পারেন। একটি ডিমের সাথে
মধু ও তেল মিশিয়ে চুলে দিয়ে আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন। এছাড়াও ভিটামিন ই
ক্যাপসুল এর সাথে কয়েকটা আমলকের রস মিশিয়ে ব্যবহার করতে থাকুন। এভাবে এক
সপ্তাহ দিলে আপনার চুল লম্বা হওয়া নিজেই বুঝতে পারবেন।
প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করার উপায়
প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করার উপায় গুলো বেশ কার্যকর। প্রাকৃতিক উপায়ে
চুল লম্বা করার কিছু উপায় উল্লেখ করা হলো।
তেল ব্যবহারঃ অলিভ অয়েল ব্যবহার করলে আপনার চুলের গড়া শক্ত ও আগা
মজবুত হয় এবং চুল তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। আবার বিভিন্ন ধরনের নারিকেল
তেল চুলের গোড়া পর্যন্ত গিয়ে চুলের গোড়া শক্ত করে এবং চুলকে ঘন করতে
সাহায্য করে। এছাড়াও আরো অনেক ধরনের তেল রয়েছে যেমন আরগান, তেল ঝিঙে তেল
এইসব তেল ব্যবহার করার ফলে আপনার চুল অল্প সময়ে লম্বা হতে সাহায্য করবে।
অ্যালোভেরা ব্যবহারঃ অ্যালোভেরার জেলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক
এন্টিফাঙ্গাল উপাদান রয়েছে। আর এই অ্যালোভেরার জেল চুলকে গড়া শক্ত করে এবং
লম্বা করতে সাহায্য করে। এই অ্যালোভেরা জেল সংগ্রহ করে চুলের গোড়া থেকে আগা
পর্যন্ত মাসাজ করে ৩০ মিনিট পর শ্যাম্পু ও পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মেথি ব্যবহারঃ আপনি যদি আপনার চুলের মেথির বীজ ব্যবহার করতে পারেন তাহলে
চুলের জন্য খুব পুষ্টিকর একটি উপাদান হচ্ছে এই মেথির বীজ। এতে থাকে প্রোটিন,
অ্যামিনো এসিড যা চুল লম্বা করে। মেথির বীজ ব্যবহার করার আগে পানি বা দুধের
মধ্যে ভিজিয়ে রাখুন। তারপর মিশ্রণটি চুলে আধাঘন্টা মিশিয়ে রাখুন, আর তারপর
ধুয়ে ফেলুন।
চুল লম্বা করার তেলের নাম
৭ দিনে চুল লম্বা করার উপায়ের তেল রয়েছে বেশ কিছু। যা দিয়ে মাত্র এক সপ্তাহে
চোখে পড়ার মতো লম্বা হবে চুল এই সকল তেলগুলো মাখলে। ঘন ও লম্বা চুল হওয়ার
ইচ্ছা আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু সবাই তা করতে পারে না। অনেকের লম্বা চুল
দেখে আমরা তাদের মত লম্বা চুল করতে চাই। কিন্তু না হলে মন খারাপ হওয়াটাই
স্বাভাবিক। কিন্তু এমন কিছু তেল রয়েছে যেগুলো ব্যবহার করলে চুল হবে শক্ত ও ঘন
এবং অনেক লম্বা।
মাত্র এক সপ্তাহেই চুল লম্বা হবে অনেক এরকম কিছু তেলের নাম নিচে উল্লেখ করা
হলো।
- পেঁয়াজের তেল
- নিম তেল
- নারিকেল তেল
- আমন্ড অয়েল
- কুমারিকা হেয়ার অয়েল
- ইমামি 7 অয়েল
- প্যারাসুট
- ভাটিকা
- জুই
এই সকল তেলগুলো ব্যবহার করে আপনার জন্য মজবুত, শক্ত ও লম্বা হবে খুব
তাড়াতাড়ি।
চুল লম্বা করার তেল বানানো
চুল লম্বা করার তেল বানাতে বানানো যায় কিভাবে ঘরোয়া উপায় আপনাদের সামনে
আলোচনা করেছি। আর এভাবে তেল বানিয়ে চুলের ব্যবহার করলে চুলের গোড়া মজবুত
হবে, চুল থাকবে সুরক্ষিত আর হবে অনেক লম্বা। এবং আপনি যদি এটি নিয়মিত
ব্যবহার করেন তাহলে অনেক দ্রুত চুল লম্বা হবে। এই তেলটি বানাতে প্রয়োজন হবে
কালোজিরা, মেথি, পেঁয়াজ। আপনি যত বেশি তেল বানাতে চাইবেন, এই উপাদান গুলো তত
বেশি প্রয়োজন হবে।
এর জন্য প্রথমে এক কাপ সরিষার তেল একটা কড়াই এ চুলায় বসাতে হবে। তারপরে সেই
তেলের মধ্যে এক টেবিল চামচ কালোজিরা, এক চা চামচ পরিমাণ মেথি। আরো বেশি তেলের
জন্য আরো বেশি দিতে হবে। এবং হালকা জাল করতে হবে। এভাবে আট থেকে দশ মিনিট
জ্বাল করে নিতে হবে এরপরে দুটি পেঁয়াজ মিশিয়ে দিতে হবে। এবং আরো পাঁচ মিনিট
জাল দিতে হবে। এরপরে তেল গুলো থেকে কোন কৌটাতে সংগ্রহ করতে পারেন। আর তারপর
চলে ব্যবহার করলে আপনার চুল আর লম্বা হয়ে যাবে।
চুল লম্বা হওয়ার জন্য কি ব্যবহার করতে হবে
৭ দিনে চুল লম্বা করার উপায় কিভাবে করবেন তা পুরোটাই আমরা আলোচনা করেছি। চুল
লম্বা করতে হলে চুলের বেশ কিছু যত্নের প্রয়োজন হয়। চুল প্রাকৃতিকভাবেই লম্বা
হবে যদি আপনি এর সঠিক যত্ন নিতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে প্রতিদিন সুষম
খাদ্য গ্রহণ করতে হবে। কারণ সুষম খাদ্যে রয়েছে ভিটামিন এ বি সি ডি। যার
প্রতিটি ভিটামিন ই চুলের জন্য প্রয়োজন। এবং মাথাতে নিয়মিত তেল ব্যবহার করুন।
এতে মাথায় রক্তের সঞ্চালন বৃদ্ধি করে চুলকে শক্ত ও লম্বা করতে সাহায্য করে।
আরেকটি পোষ্টঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা
এবং আপনি চাইলে বাড়িতে বিভিন্ন ধরনের তেল বানিয়ে চুলের ব্যবহার করতে পারেন।
এবং গোসল করার সময় প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। এবং গোসল করার সময়
গরম পানি এড়িয়ে চলুন। এবং মানসিক চাপ, টেনশন কম করুন এতে চুলের ক্ষতি হয়।
এবং চুলের যত্নে যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন রাসায়নিক উপাদান
গুলো এড়িয়ে চলুন। তাহলে আপনার চুল দ্রুত লম্বা হবে, মজবুত হবে, শক্ত হবে।
চুল বড় না হওয়ার কারণ কি
চুল বড় না হওয়ার কারণ কি আপনি কি তা জানেন? অনেক দামী দামী তেল, কন্ডিশনার
ব্যবহার করেও চল লম্বা হচ্ছে না, আপনার লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে
যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন কিভাবে চুল লম্বা করা যায়। কিন্তু এটা জানার আগে
আপনি এটা জেনে নিন যে আপনার চুল কেন লম্বা হচ্ছে না। কয়েকটি কারণ রয়েছে
যেগুলোর কারণে আপনার চুল লম্বা হয় না। তাই কিছু কারণের কথা নিচে উল্লেখ করা
হলো।
আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
বয়সের জন্যেও চুল লম্বা হতে পারেনা। যত বয়স হবে চুল তাতো দুর্বল হয়ে পড়বে
আর তখন লম্বা হতে পারে না। এছাড়া বিভিন্ন ট্রিটমেন্ট বা ক্ষতিকর রাসায়নিক
পদার্থ ব্যবহার করলেও চুল লম্বা হতে দেরি হয়। আবার চুলের আগা ফেটে গেলেও চুল
লম্বা হতে পারে না। চুল ভেঙে যায় ফলে লম্বা হতে পারে না। এবং চুলে যথাযথ
যত্নের অভাবেও চুল লম্বা হতে পারেনা। আর এই সকল কারণগুলোর মাধ্যমে চুল লম্বা
হতে পারে না।
পেঁয়াজ চুলের কি উপকার করে
৭ দিনে চুল লম্বা করার উপায় এর পাশাপাশি নতুন চুল গজাতেও পেঁয়াজের রস
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বর্তমান সময়ে চুলের যত্নে জনপ্রিয় এই
পেঁয়াজের রস। পেঁয়াজে এন্টি এক্সিডেন্ট ও ফ্ল্যাবোনইটস সমৃদ্ধ উপাদান রয়েছে।
এই সকল উপাদান গুলো থাকার কারণে মাথায় থাকা খুশকি ও দূর হয়ে যায়। এবং মাথায়
নতুন করে চুল গজাতে সাহায্য করে। এছাড়া পেঁয়াজের রয়েছে ভিটামিন সি,
অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান।
এই সকল উপাদান গুলোর জন্য চুল পড়া আর কমায়, চুলের বৃদ্ধি হতে সহায়তা করে,
চুলের খুশকি দূর করে দেয়, চুলের রং কালো থাকে এছাড়াও চুলের গোড়া মজবুত রাখে।
এর জন্য পেঁয়াজের রস বের করে নিয়ে চুলে 30 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
আবার মধুর সাথে অথবা নারকেল তেলের সঙ্গেও মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এতে
আপনার অনেক চুলের উপকারিতা পাবেন।
শেষকথা
৭ দিনে চুল লম্বা করার উপায় আপনি হয়তো এতক্ষণে পেয়ে গেছেন। আমাদের মধ্যে
অনেকেরই চুল খুব আস্তে আস্তে বড় হয়। এবং সে কারণে খুব চিন্তিত মনে হয়। আর
তাই আপনার যদি চুল লম্বা করার উপায় জানা না থাকে তাহলে আর্টিকেলটি পুরো পড়তে
পারেন। তাহলে নিশ্চয়ই বুঝবেন। আর যদি পড়ে থাকেন আশা করি আপনি বুঝতে পারবেন
কিভাবে আপনার চুল এক সপ্তাহে বড় করা সম্ভব।
আপনার যদি আরো কোন অজানা তথ্য থেকে থাকে তাহলে আমাদের এই ওয়েবসাইটে যোগাযোগ
করতে পারেন অথবা ফলো দিয়ে রাখতে পারেন। আমরা প্রতিনিয়তই আপডেট তথ্য পাবলিশ
করে থাকি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url