শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় ও তার ১০টি টিপস
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় কি কি তা আমরা অনেকেই জানিনা। তাই শীতে তাকে
কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি যত্ন নিবেন, সেই সম্পর্কে জানতে আপনি আজ সঠিক
আর্টিকেলে প্রবেশ করেছেন। এই আর্টিকেলে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করেছি।
এছাড়াও এই আর্টিকেলে আমরা উল্লেখ করেছি শীতকালে ঘরা উপায়ে পকেট যত্ন নেওয়ার
১০ থেকে ১৫ টি উপায়। আপনিও যদি ঘরোয়া উপায়ে শীতকালে ত্বকের যত্ন নিতে চান,
তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য।
পেজ সূচিপত্রঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
- শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
- শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
- শীতকালে মুখে কি মাখা উচিত
- শীতে ত্বকের যত্নে অলিভ অয়েল
- মুখে অলিভ অয়েল ব্যবহারের উপকারিতা
- শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের
- শীতের জন্য কোন ফেসওয়াস ভালো
- শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেব
- শেষকথা
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় এই আর্টিকেলটি পড়ার পরে আপনি পুরোপুরি বুঝতে
পেরে যাবেন। অনেকেই শীতের সময় ত্বক নিয়ে চিন্তা করে। কিন্তু এর কিছু ঘরা
উপায়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল করা সম্ভব। আমাদের ত্বকের কিছু বৈশিষ্ট্য থাকে যাতে
করে ময়েশ্চারাইজ মেন্টন করে। কিন্তু শীতের সময় ত্বক ভারসাম্যতা হারিয়ে ফেলে।
এর ফলে হয়ে যায় ত্বক অতিরিক্ত শুষ্ক। আর তার ফলে আমাদের ত্বক হয়ে যায়
ড্রাই।
আর এই শীতের ত্বকের সমস্যাগুলো সমাধান করতে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন রকম
ক্রিম বা গ্লিসারিন। তবে অতিরিক্ত পরিমাণে এসব ব্যবহার করা যাবে না। এবং শীতের
সময় অতিরিক্ত গরম পানিতে গোসল করা যাবেনা। এর ফলে ত্বকের ময়েশ্চারাইজেশন দূর
হয়ে যায়। ফলে ত্বক আরো হয়ে যেতে পারে শুষ্ক। এবং গোসল করার পরেই ময়শ্চারাইজ
ব্যবহার করতে পারেন।
আরেকটি প্রয়োজনীয় পোষ্টঃ কলার খোসা দিয়ে রূপচর্চা কিভাবে
এবং সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আপনি যদি শীতে সকাল আটটা
থেকে দশটায় এবং বিকেল তিনটার পরের রোদ আপনার শরীরে মাখাতে পারেন, তাহলে আপনার
স্কিনের জন্য খুবই উপকারী। এবং দুপুরের রোদ থেকে দূরে থাকাই ভালো কারণ এ সময়ে
রোদের অধিক তাপমাত্রার কারণে স্কিন কালো হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। এ সকল
অভ্যাসগুলো মেনে চলুন অবশ্যই আপনার ত্বক শীতকালেও ভালো থাকবে।
শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির বেশ কিছু উপায় রয়েছে। শীতকালে ত্বক অতিরিক্ত
শুষ্ক হয়ে যায়। তবে এর কিছু কার্যকরী উপায় আপনি যদি জানেন তাহলে শীতে
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারবেন। শীতে অতিরিক্ত পরিমাণে ত্বক শুষ্ক হয়ে
যায়। আর সেজন্য ত্বকের হাইডেড ধরে রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।
তাহলে আপনার ত্বক নরম ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি শীতকালে
আপনার তাকে গোলাপ জল ব্যবহার করতে পারেন।
গোলাপজল ব্যবহার করায় তাকে উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। এছাড়া আপনাকে পরিমিত
পরিমাণে পানি পান করা প্রয়োজন। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে ত্বকের
উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে। এবং ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি
করে খাওয়া উচিত। কারণ ভিটামিন সি ত্বকের উচ্চতা বাড়াতে সাহায্য করে।
এছাড়াও ভিটামিন সি জাতীয় ক্রিম ব্যবহার করতে পারেন।
এবং পুষ্টি জাতীয় ফল ও সবজি খাওয়া উচিত। যেমন, গাজর, আমলকি, টমেটো, পেঁপে
ইত্যাদি। এ সকল খাবারগুলো ত্বকের পুষ্টি দেওয়ার পাশাপাশি ত্বককে উজ্জ্বল
রাখে। এবং আপনি চাইলে কয়েক দিন পর পর তেল মাসাজ করতে পারেন। তাহলে দেহের
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। এ সকল নিয়ম কানুন
গুলো মেনে চলতে পারলে শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সম্ভব।
শীতকালে মুখে কি মাখা উচিত
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের জন্য ত্বকে বেশ কিছু ময়েশ্চারাইজিং এবং
পুষ্টিগুণ সম্পন্ন কিছু জিনিস ত্বকে ব্যবহার করা জরুরী। তাহলে শীতে ত্বক
সাধারণ রাখতে সহায়তা করে। শীতে ত্বক অতিরিক্ত সুষ্ঠু হয়ে যায় এজন্য
ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। এসব মশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বকের
আদ্রতা বজায় থাকে এবং অতিরিক্ত শুষ্ক হতে দেয় না।
আরো পড়ুনঃ অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা
এছাড়াও অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুব পুষ্টিকর একটি জিনিস। এই অ্যালোভেরা
জেল ত্বকের হাইড্রেট বজায় রাখতে সহায়তা করে। এবং বিভিন্ন রকম তেল
যেমন বাদাম তেল, নারিকেল তেল এগুলো তাকে শুষ্কতাকে কমিয়ে দেয়। তাই আপনি
শীতে চাইলে তেল ম্যাসাজ করতেও পারেন। এবং স্নানের পর অবশ্যই আপনাকে তেল বা
ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।
শীতে ত্বকের যত্নে অলিভ অয়েল
শীতে ত্বকের যত্নে অলিভ অয়েল কিভাবে ব্যবহার করতে হয় তা কি আপনারা জানেন।
যদি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলে এটাও জানতে আপনাকে সাহায্য করবে।
শীতে সাধারণত সবার ত্বক শুষ্ক হয়ে যায়। এবং ত্বকের পাশাপাশি চুলও হয়ে যায়
উস্ক শুষ্ক। আর শীতে এই উসকো খুসকো ত্বক বা চুলে ব্যবহার করতে পারেন অলিভ
অয়েল তেল। কারণ অলিভ ওয়েল স্কিনের শুষ্কতা দূর করে পাশাপাশি ত্বকের
হাইড্রেড ধরে রাখতেও সাহায্য করে।
অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি। ভিটামিন ই ত্বকের স্কিন ভালো
রাখতে সাহায্য করে। এবং শুষ্কতা দূর করে পাশাপাশি হাইড্রেড ধরে রাখে। এবং
শীতে অনেকেরই ত্বকের রং কালো হয়ে যায়। আর এই অলিভ অয়েলে থাকা ভিটামিন সি
এই কালচে ভাবকে দূর করতে সাহায্য করে থাকে। এবং শীতে ত্বকের পাশাপাশি চুলেও ও
অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এতে চুল সিল্কি এবং চুলের গোড়াকে শক্ত করে
তোলে।
মুখে অলিভ অয়েল ব্যবহারের উপকারিতা
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের জন্য আপনি চাইলে মুখে অলিভ অয়েল ব্যবহার
করতে পারেন। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, এবং বয়সের ছাপ কমাতে অলিভ অয়েল খুব
কার্যকরী। কারণ অলিভ অয়েলের রয়েছে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট,
ভিটামিন ডি, ভিটামিন এ, এবং ভিটামিন ই ও ভিটামিন সি। এইসব ভিটামিন গুলো
ত্বকের কোলাজেন স্তর ঠিক রাখে। এতে ত্বকের বয়সের ছাপ কমিয়ে দেয়।
অলিভ অয়েলে থাকা ভিটামিন এ মুখের ছোপ ছোপ কালো দাগ, চোখের নিচের কালো দাগ
দূর করতে সহায়তা করে। এক্ষেত্রে আপনার ত্বকে যদি কোন ব্রণ থাকে তাহলে অলিভ
অয়েল কোনভাবেই ব্যবহার করা যাবে না। এছাড়াও আপনার যদি শীতকালে ঠোঁট ফেটে বা
পা ফেটে যায়, তাহলে সামান্য গ্লিসারিনের সাথে অলিভ অয়েল ব্যবহার করতে
পারেন। এতে ঠোট বা মসৃণ করে থাকে।
প্রয়োজনীয় একটি পোষ্টঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা
সপ্তাহের সাতদিনের একদিন আপনি অলিভ অয়েল তেল দিয়ে আপনার পুরো মুখ ৫ থেকে ১০
মিনিট মাসাজ করতে পারেন। এতে করে তোকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং তার
ফলে ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা। এবং অলিভ অয়েল তেল কেনার সময় অবশ্যই আপনি
ভালো তেল নিবেন। যাতে ত্বকের কোন পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেয়। আর
এভাবেই আপনি মুখে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
শীতের জন্য কোন ক্রিম ভালো মেয়েদের
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় নিতে বিশেষ করে মেয়েরা বেশ কিছু ময়শ্চারাইজার
ব্যবহার করতে পারে। এতে করে ত্বকের ড্রাইভার দূর করে মসৃণ ও টানটান করে তোলে।
এর জন্য মেয়েদের কিছু উন্নত মানের ও ভালো ক্রিম রয়েছে সেগুলো তারা শীতে
ব্যবহার করতে পারে। এবং এ সকল ময়েশ্চারাইজার ব্যবহার করে ঘরোয়া উপায়ে
শীতকালে ত্বকের যত্ন নিতে পারে। এতে অনেক ভালো ফলাফল পাওয়া যায়।
মেয়েদের এরকম উন্নত মানের ও ভালো কিছু ক্রিমের নাম উল্লেখ করা হলো। যেমন
নিভিয়া, পামোলিভ অলিভ ক্রিম, হেভেনলি সেন্টস ফেস কেয়ার ক্রিম, গার্নিয়ার
উইন্টার স্কিন কেয়ার ক্রিম, লাইফবয় স্কিন কেয়ার ক্রিম, ডাব ময়েশ্চারাইজিং
ক্রিম ইত্যাদি। এ সকল ক্রিমগুলো শীত ত্বকের যত্নে খুবই ভালো কাজ করে। তাই আপনি
চাইলে এ সকল ক্রিমগুলো আপনার স্কিনকে উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন।
শীতের জন্য কোন ফেসওয়াস ভালো
শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং ত্বক দেখা যাচ্ছে ফেটে যায়, এবং শুষ্ক
ভাব দেখা দেয়। আর সেজন্য ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়। আর সেই শুষ্ক দুর করার জন্য
কিছু ফেসওয়াস রয়েছে, যা ব্যবহারে ত্বকের শুষ্কতা দুর হতে পারে। শীতকালে ফেসওয়াস
ব্যবহার করলে ত্বক হাইড্রেড ও নরম থাকবে। আর তার পাশাপাশি স্কিন আরো উজ্জলতা
লাভ করবে। এর জন্য আপনাকে কিছু ফেসওয়াসের নাম উল্লেখ করা হলো।
অ্যালোভেরা ফেসওয়াস, লোটাস হারবালস্ ফেসওয়াস, প্লাম ফেসওয়াস, এম ক্যাফিন
ফেসওয়াস, সিম্পেল ময়েশ্চারাইজ ফেসওয়াস, পেয়ারস্ ফেসওয়াস, নিভিয়া মিল্ক ডেলাইট
ফেসওয়াস, ল্যাকমি ফেসওয়াস ইত্যাদি। এই সকল ফেসওয়াস গুলো শীতকালে ত্বকের
শুষ্কতা দুর করতে খুবি কার্যকরি। তাই আপনি চাইলে এ সকল ফেসওয়াস গুলো
আপনার স্কিনকে উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন।
শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেব
শীতকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য বিষেশ কিছু কার্যক্রম অনুসরন করা প্রয়োজন।
শীতের কারণে ত্বকের পানি শুকিয়ে যায় ফলে ত্বক শুষ্ক ও ড্রাই হয়ে যায়। তাই এসব
দুর করার জন্য আমাদের ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এর জন্য আপনি ময়েশ্চারাইজার
ব্যবহার করতে পারেন। এতে ত্বকের শুষ্কতাকে দুর করতে এবং ত্বকের হাইড্রেড ধরে
রাখতে সাহায্য করে। এছাড়াও গরম পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকুন।
এবং আপনার রুমের তাপমাত্রা বজায় রাখুন। আবার শীতকালে ত্বকের পানি শ্বসন করে
নেয়, আর তার জন্য পর্যাপ্ত পরিমানে পানি পান করা জরুরি। প্রতিদিন অন্তত দুই
থেকে তিন লিটার পানি পান করা জরুরি। এতে ত্বকের ভেতর থেকে ত্বকের আর্দ্রতা বজায়
রাখে। এবং খাবারের তালিকায় আপনি ভিটামিন সি ও ভিটামিন ই জাতীয় খাবার রাখুন। এতে
আপনার ত্বক উজ্জল ও নরম করে তুলতে সাহায্য করবে।
শেষকথা
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায় কিভাবে করতে হয় তা নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝতে
পেরেছেন। শীতকাল আসামাত্রই সবার ত্বক শুষ্ক হতে থাকে। আর তাই এ সকল নিয়ম ও
পদ্ধতি গুলো কাজে লাগিয়ে আপনি আপনার শীতের শুষ্ক ত্বকে মসৃণ ও উজ্জ্বল করতে
পারেন। তবে এই সময়টাতে অনেক সাবধান থাকা জরুরী। কারণ শীতকালে অনেক শীতকালীন
অসুখ-বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তাই পাকের পাশাপাশি নিজের শরীরেরও যত্ন নিবেন।
আশা করছি এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এবং শীতকালে ত্বকের কিভাবে যত্ন
নিতে হয় ঘরোয়া উপায়ে তা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এরকম আরো
গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের এই অর্গানাইজ আইটি ওয়েবসাইটটিকে ফলো দিয়ে রাখতে
পারেন। প্রতিনিয়তই আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে থাকে। আজকের
মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url