চিরতরে মেছতা দূর করার উপায় এবং ১৫ টি টিপস জানুন
চিরতরে মেছতা দূর করার উপায় জানতে আজকে আপনি সঠিক আর্টিকালে প্রবেশ করেছেন।
অনেকেরই সুন্দর চেহারা তাদের মুখে মেছতা হওয়ার জন্য তাদের সৌন্দর্য হারিয়ে
ফেলে। এই কারণে তারা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায়।
তাই এই দুশ্চিন্তা কাটিয়ে দেওয়ার জন্য আপনাদের কথা চিন্তা করে আজকের এই
আর্টিকেল আমরা প্রকাশ করেছি মেছতা চিরতরে দুর করার জন্য ১৫ টি উপায় এর কথা।
তাই চিন্তা না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে মেছতা দূর করা যায়।
পেজ সূচিপত্রঃ চিরতরে মেছতা দূর করার উপায়
চিরতরে মেছতা দূর করার উপায়
চিরতরে মেছতা দূর করার উপায় জানতে আপনাকে জানা প্রয়োজন যে মেছতা কেন হয় বা
কাদের হয় এবং এর চিকিৎসা কি। মেছতা এক ধরনের ফেসিয়াল হাইপার ট্রিটমেন্টেশন।
এটা স্কিনে দাগ, বা কালো ছোপের মত দেখা যায়। এটা গালে, নাকের পাশে, চোখের
নিচে হয়ে থাকে। বেশ কয়েকটি কারণে মেছতা হয়ে থাকে যেমন জেনেটিক ফ্যাক্টর,
ইউভি ফ্যাক্টর, ও হরমোনাল ফ্যাক্টর। আবার অনেকের জন্মগত কারণেও মেছতা
হয়ে থাকে।
আরো পড়ুনঃ মেয়েদের চুলের জন্য কোন তেল ভালো
আর তাই মেছতার বেশ কিছু আধুনিক চিকিৎসা রয়েছে। আবার আপনাকে এটাও মাথায়
রাখতে হবে যে মেছতা ভালো হওয়ার পরেও বারবার ফিরে আসতে পারে। এর জন্য প্রথমেই
আপনাকে যেটা বলা যায় সেটা হচ্ছে খুব ভালো মানের সানস্ক্রিম ব্যবহার করা। এবং
আপনি চাইলে দুই তিন ঘন্টা পর পর এটি ব্যবহার করুন। এবং আপনি চাইলে দুই থেকে
তিন মাস অল্প পরিমাণে তার ওষুধ সেবন করতে পারেন। এতেও মেছতা দূর করা সম্ভব
হবে।
মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি
মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি গুলো কি আপনি কি তা জানেন। আপনি যদি না জেনে
থাকেন তাহলে আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারেন। এবং এর মাধ্যমে আপনি নিজেই
ঘরে বসে থেকেই আপনার মুখের মেছতা চিরতরে দূর করতে পারেন। এর জন্য আপনি হাফ
চামচ পরিমাণ ফিটকারি গুঁড়ো করে নিবেন। এরপরে হাফ চা চামচ হলুদের গুঁড়া ও
তার সাথে এক চামচ পরিমাণ নারিকেল তেল মিশ্রণ করুন। এবং আপনার মুখে মাসাজ করে
রেখে দেন কিছু সময়।
এছাড়াও পাঁচ ছয়টা পুঁইশাকের পাতা এবং দুই চামচ পরিমাণ মুলদানি মাটি এবং
কিছু পরিমাণে লেবুর রস ও হাফ চামচেরও কম হলুদ নিয়ে মিশ্রণ করে একটি পেস্ট
তৈরি করুন। এই দুইটি পেস্ট দিনে অথবা রাতে যে কোন সময় মুখে লাগিয়ে ১৫ থেকে
২০ মিনিট রেখে দিন। এবং পরিষ্কার পানি দিয়ে তা ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে
দুই দিন এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। তাহলে আপনার মুখের মেছতা দূর করা
সম্ভব হবে।
মেছতা দূর করার ক্রিমের নাম
চিরতরে মেছতা দূর করার উপায়ের জন্য আপনি চাইলে মেছতা দূর করার ক্রিম ব্যবহার
করতে পারেন। বাজারে মেছতা দূর করার জন্য বেশ কার্যকরী কিছু ক্রিম পাওয়া যায়।
আপনি চাইলে সেই ক্রিমগুলো ব্যবহার করে মেছতা দূর করতে পারেন। এছাড়াও আপনি
চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেছতার জন্য ক্রিম ব্যবহার করতে পারেন। তা না
হলে আপনার ত্বকের জন্য ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এমন কিছু কার্যকরী মেছতার
ক্রিমের নাম নিচে উল্লেখ করা হলো।
আরো পড়ুনঃ ৭ দিনে চুল লম্বা করার উপায়
- মেলানিক ক্রিম
- অ্যান্টি মেলাসমা সিকা ক্রিম
- ট্রাইমেলা ক্রিম
- বেটামেসন ক্রিম
- মেলাট্রিন ক্রিম
- মেলাসমা ক্রিম
এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
এলোভেরা দিয়ে মেছতা দূর করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে
আপনার মুখের মেছতা কমে যেতে পারে বা দূর হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে
বানাতে হবে অ্যালোভেরার এক ধরনের পেস্ট। যা মুখে ব্যবহার করলে চলে যেতে পারে
মেছতার দাগ। এর জন্য আপনাকে কয়েক চামচ বেসন নিতে হবে। এরপর তার মধ্যে এক
চামচ পরিমাণে মসুর ডালের গোড়া নিয়ে নিন। এরপরে এক থেকে দুই চিমটি পরিমাণে
হলুদ দিয়ে দেন।
হলুদ অবশ্যই দিবেন কারণ তাদের জন্য হলুদ বেশ গুরুত্বপূর্ণ। এই হলুদ ব্রণ ভালো
করতেও সাহায্য করে থাকে। এগুলোর সাথে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে
নিতে পারেন। আপনি চাইলে গাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা বাজারে কেনা
অ্যালোভেরা জেল মেশাতে পারেন। এগুলোর সাথে এক থেকে দুই চামচ গোলাপ জল দিয়ে
ভালোভাবে মিকচার করে আপনি চাইলে আপনার ত্বকে ব্যবহার করতে পারেন। এতে করে
মেছতার জন্য খুব ভালো ফলাফল পাবেন।
পুরুষের মেছতা দূর করার ক্রিম
চিরতরে মেছতা দূর করার উপায় নারী-পুরুষ সবাই জানতে চায়। কারণ মেছতা নারী
পুরুষ উভয়ের হয়ে থাকে। তাই ম্যাচটা দূর করার জন্য পুরুষেরাও নানান উপায়
খুঁজে বেড়ায়। এমনকি অনেক রকম ক্রিম ব্যবহার করেও তারা তাদের মেছতা দূর করতে
পারে না। তাই আজকে পুরুষের ব্যবহার করার জন্য এমন কিছু ক্রিম রয়েছে যা ব্যবহার
করলে মেছতার কালো দাগ দূর করা সম্ভব। নিচে কিছু মেছতা দূর করার পুরুষের ক্রিমের
নাম উল্লেখ করা হলো।
- হিমালয়া হারবাল ফ্রেশনেস ক্রিম
- ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্স
- পন্ডস ম্যান এনার্জি ব্রাইট ফেস ক্রিম
- নেভিয়া ম্যান ডার্ক স্পট রেডাকশন ফেস ক্রিম
- গার্নিয়ার ম্যান পাওয়ার লাইট ফ্রেসনেস মশ্চারাইজার
মেয়েদের মেছতা দূর করার উপায়
চিরতরে মেছতা দূর করার উপায় রয়েছে অনেক। কিন্তু সঠিক নিয়ম অনেকেই জানিনা এর
কারণে হয়তো আমাদের মুখে মেছতা থেকেই যায়। আর এই ম্যাচটা চিরতরে দূর করার জন্য
বিশেষ করে মেয়েরা বেশি চিন্তা ভাবনা করে থাকে। মেয়েরাও চাইলে নিজেই ঘরে বসে
থেকেই তাদের মুখের মেছতা দূর করতে পারে। বিশেষ কিছু সবজির মাধ্যমেও মুখের মেছ
তাকে দূর করা সম্ভব। যেমন লেবুর রস, আলুর রস, টমেটোর রস ইত্যাদি ব্যবহারের ফলে
মেছতা ভালো হয়ে যেতে পারে।
আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
আপনি যেটারই রস লাগান না কেন আপনাকে মনে রাখতে হবে রস লাগানোর পর অবশ্যই ১৫
থেকে ২০ মিনিট রাখার পরে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও দই ও মধু মিশিয়ে এটি ত্বকে
লাগিয়ে ২০ মিনিট রেখে দিলেও ত্বকের বেশ কাজ করে। এটা মুখের কালো দাগ দূর
করাতেও সক্ষম। এছাড়াও বিভিন্ন ক্রিম ও সানস্ক্রিম ব্যবহার করার মাধ্যমে
মেয়েরা সহজেই তাদের বুকের মেছতার কালো দাগ দূর করতে পারে।
পুরুষের মেছতা কেন হয়
পুরুষের মেছতা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন হতে পারে জেনেটিক কারণে,
হতে পারে পরিবেশগত কারণে অথবা হতে পারে জীবন চলাচলের ধরনের উপর ভিত্তি করে।
পুরুষের মেছতা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেগুলো হলো সূর্যের রশ্মি,
হরমোনাল পরিবর্তন, জন্মগত কারণ, ত্বকে আগের কোন সমস্যা থাকা, মানসিক চাপ,
অতিরিক্ত ত্বক ঘষাঘষি করা ইত্যাদির কারণে পুরুষেরও মেছতা হতে পারে।
এছাড়াও পুরুষের মেছতা হওয়ার কারণ রয়েছে। যেমন ত্বকের সমস্যা থাকা,
প্রয়োজনীয় পুষ্টির অভাব, বা অন্যান্য কোন স্বাস্থ্য সমস্যা থাকলেও ত্বকের
উপর প্রভাব পড়তে পারে। ফলে পুরুষদেরও মেছতার সৃষ্টি করতে পারে। এর জন্য
সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মেছতার কালো দাগ
দূর করার ক্রিম ব্যবহার করা যেতে পারে। এবং চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
চিকিৎসা নেওয়া যেতে পারে।
শেষকথা
চিরতরে মেছতা দূর করার উপায় সম্পর্কে নিশ্চয়ই আপনি পুরো আর্টিকেলটি পড়ে
জেনেছেন। উক্ত পদ্ধতি গুলো অবলম্বন করলে আপনার মুখের মেছতা চিরতরে দূর করা
সম্ভব। এতে আপনি হয়ে উঠতে পারেন অনেক সুন্দর। সকল চেহারার অধিকারী হতে আমরা
সবাই চাই। কিন্তু যদি এই মেছতা বাধা সৃষ্টি করে তাহলে একে দূর করা খুব দরকার।
আশা করছি আর্টিকেলটি পরে আপনি এর সমাধান পেয়ে যাবেন।
আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে, এবং আপনাকে যদি আমরা সঠিক তথ্য
দিতে পারি তাহলে আমাদের এই ওয়েবসাইট থেকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। এবং
সকল প্রয়োজনীয় টিপস গুলো খুব সহজেই পেয়ে যান। তাই আজকের মত এখানেই বিদায়
নিচ্ছি আশা করছি ভালো থাকবেন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url