সেরা মোবাইল ফোন ২০২৫ এর সকল সেরা ফোন গুলো দেখে নিন

সেরা মোবাইল ফোন ২০২৫ এর রয়েছে এসব ধামাকা ফোন। যা পেয়ে যেতে পারেন আপনি ২০ হাজার টাকার মধ্যেই। তাই আপনি যদি ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাকে বিশেষভাবে সহায়তা করতে পারে।
সেরা-মোবাইল-ফোন
কারণ এই আর্টিকেলে আমরা আজকে উল্লেখ করেছি ২০২৫ সালের সব আকর্ষণীয় ও ধামাকা ফোন নিয়ে। যা পেয়ে যাবেন আপনি অল্প বাজেটের মধ্যেই। তাই আজকে এরকম প্রায় ১০ টি ফোন নিয়ে আলোচনা করেছি এই আর্টিকেলে।

পোষ্ট সূচিপত্রঃ সেরা মোবাইল ফোন ২০২৫

সেরা মোবাইল ফোন ২০২৫

সেরা মোবাইল ফোন ২০২৫ এর রয়েছে কিছু দুর্দান্ত মানের ফোন। যা আপনাকে দিচ্ছে অল্প বাজেটের মধ্যেই সেরা ফোন নেওয়ার সুযোগ। নতুন সেরা ফোনের তালিকায় বেশ সব কোম্পানির যেমন স্যামসাং, রিয়েল মি, রেডমি, ভিভো ইত্যাদি সব কোম্পানির ফোন রয়েছে এই নতুন সালে।আর সেই ফোনগুলো এই বছরের সেরা দের তালিকায় রয়েছে। দামের দিক দিয়ে এবং কাজে আপনার অপছন্দ হওয়ার কোনো কারণই থাকবে না এই ফোনগুলো।

সেরা ফোন গুলোর মধ্যে রয়েছে স্যামসাং, ভিভো, রেডমি, রিয়েল মি ইত্যাদি এই ধরনের সকল ব্র্যান্ডের কিছু ফোন রয়েছে যা এই বছরের সেরা। আপনি যদি অল্প বাজেটের মধ্যে সেরা ফোন নিতে চান তাহলে এই আর্টিকেলের নিচে উল্লেখিত ফোনগুলো আপনার জন্য সেরা হবে বলে আশা করা যায়। তাহলে চলুন নিচের ফোনগুলোর বিবরণ গুলো জেনে নেওয়া যাক।

Samsung galaxy M15 5G

সেরা মোবাইল ফোন ২০২৫ এর সবচেয়ে বেস্ট ফোনটি ধরা যায় এই স্যামসাং এর Samsung galaxy M15 5G। যারা স্যামসাং ফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেসিটি ৬১০০+। আর এই কারণে এই ফোনটি খুব স্মুথলি ব্যবহার করা যায়। এবং এই ফোনটিতে থাকছে ৬০০০ এম্পিয়ারের ফাস্ট ব্যাটারি। এবং ৬.৫ ইঞ্চি বিশাল ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে।
Samsung-galaxy-M15
এবং স্যামসাং এর ডিসপ্লে সবচাইতে ভালো হয় এটা আপনারা সবাই জানেন। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটিতে থাকতে চারটি এন্ড্রয়েড আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট। এই ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম। এবং বাজেটের দিক দিয়ে এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র ১৩,৪৯৯ টাকায়।

Realme C 75

Realme C 75 ২০২৫ সালের সবচাইতে বেস্ট ফোন হিসেবে ধরা হচ্ছে এই realme c75 কে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি ৯২ ম্যাক্স। এই ফোনটিতে থাকছে ৬০০০ অ্যাম্পিয়ারের একটি বড়ো ব্যাটারি। এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবস্থা রয়েছে। এবং এই ফোনেও থাকছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। এবং ফন্ট ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেলের।
Realme-C75
রিয়েলমি সি ৭৫ এ রয়েছে ৬.৭২ এর একটি বড়ো ফুল এইচডি ডিসপ্লে। এবং এই ফোনের সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে এই ফোন সম্পূর্ণ ওয়াটার প্রুফ। এই ফোনটি ৮ জিবি+ ১২৮ জিবিতে পেয়ে যাচ্ছেন ১৯,৯৯৯ টাকায় মাত্র। এবং এই ফোনটি ৮ জিবি+ ২৫৬ জিবিতে পেয়ে যাচ্ছেন ২২,৯৯৯ টাকায় মাত্র। তাই বলা যায় দাম অনুযায়ী এই ফোনটি সেরাদের মধ্যে একটি। 

Redmi note 13 5G

সেরা মোবাইল ফোন ২০২৫ এ আরো একটি ফোন হচ্ছে, রেডমি নোট ১৩ ফাইভ জি। আপনি যদি বেশি র‍্যাম রম ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার পছন্দ হবে। ই ফোনটিতে থাকছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম। এই ফোনটিতে থাকছে ৬. ৬৭ ইঞ্চির ফুল এইচডি এমুলেট ডিসপ্লে। এই ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটআপ। এবং আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা।
Redmi-note-13-5G
এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০। এবং ফোনটিতে রয়েছে ৫০০০ এম্পিয়ারের এর একটি ব্যাটারি। এবং চার্জ করার জন্য রয়েছে ৩৩ ওয়াটের একটি চার্জার। এবং এই ফোনটি খুব স্বল্প মূল্যেই আপনি হাতে পেয়ে যাবেন। বর্তমান বাজার অনুযায়ী ফোনটির দাম ১৫৫৭০ ঢাকা।

vivo IQOO Z9x 5G

সেরা মোবাইল ফোন ২০২৫ এর রয়েছে vivo IQOO Z9x 5G। এই ফোনটিকে অলরাউন্ডার ফোন হিসেবে ধরা যায়। ক্যামেরা পারফরম্যান্স সব দিক থেকে এই ফোনটি খুব ভালো। এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স, ওয়ান জেনারেশন। অন্তুতু স্কোর সাড়ে পাঁচ লাখের মত। যেটি প্রাইস অনুযায়ী খুবই ভালো একটি স্কোর দিয়ে থাকছে। এই ফোনটিতে আপনি যেকোনো ধরনের গেম রান করাতে পারবেন। এতে কোন ধরনের লেক করবে না।
vivo-IQOO-Z9x-5G
এবং এই ফোনটি তেমন গরমও হয় না। এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে ৬০০০ এম্পিয়ারের বিশাল ব্যাটারি। এবং রয়েছে ৪৪ ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেটাতে এক ঘন্টায় ফুল চার্জ হতে সক্ষম। ফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এবং পেয়ে যাচ্ছেন ৫০ মেগাপিক্সেলের ডাবল ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এবং ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম, এবং ১২৮ জিবি রম। এবং ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র ১৩,৯৯৯ হাজার টাকায়।

Realme Narzo 70 Pro

আমরা সকলেই প্রায় ভালো ক্যামেরার ফোন কিনতে চাই। তাদের জন্য মনে হয় এই স্বল্প মূল্যে রিয়েল মি নারজো ৭০ প্রো এর চেয়ে ভাল ফোন হবে। কেননা ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা। এবং এই ফোনটিতে সনির আইএমএক্স ৮৯০ সেন্সর পেয়ে যাবেন। এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এবং পারফরমেন্স করার জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমনিসিটি ৭০৫০ ফাইভ জি প্রসেসর।
Realme-Narzo-70-Pro
অন্ততু স্কোর ছয় লাখেরও বেশি। এবং রয়েছে ৬৭ ওয়াটের শক্তিশালী ফাস্ট চার্জিং সুবিধা। এবং রয়েছে ৫০০০ এম্পিয়ারের একটি ব্যাটারি। এই ফোনটিতে থাকছে ৬.৬৭ ইঞ্চি এমুলেট ডিসপ্লে। এই ফোনটি android 14 এর ওপর রান করে। ইউ আই হিসেবে রয়েছে রিয়েল মি ইউ আই ৫.০। এবং ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম। দুইটি এন্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট থাকছে। এবং এই ফোনটির দাম ১৭,৯৯৯ টাকা।

CMF Phone 1

এই বছরের সেরা আরো একটি ফোন হচ্ছে CMF Phone 1। নাথিং কোম্পানির এটি সাব ব্র্যান্ড। এই ফোনটি দেখলে প্রথমবার ভাববেন আপনি এই ফোনটি সবার থেকে আলাদা। এই ফোনের ব্যাকপ্যানেল আপনি চাইলে বিভিন্ন কালারের খুলে লাগাতে পারেন। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০। আর এই প্রসেসরের অন্ততু স্কোর প্রায় ৭ লাখের কাছাকাছি। এই ফোনটিতেও ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন।
CMF-Phone-1
এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এম্পিয়ার এর ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৬+ ১২৮ জিবি র‍্যাম রুমের জন্য এই ফোনটির দাম ১৪,৯৯৯ টাকা। এবং ৮+২৫৬ জিবি র‍্যাম রুমের জন্য এই ফোনটির দাম ২৩,০০০ টাকা। 

শেষকথা

সেরা মোবাইল ফোন ২০২৫ এর ফোন গুলো আপনি নিশ্চয়ই দেখেছেন এবং জেনেছেন। আপনি যদি এই নতুন বছরে কোন নতুন ফোন কিনতে চান তাহলে অল্প বাজেটের মধ্যে এই ফোন গুলো আপনার জন্য সেরা হবে। আপনি যদি ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই এই আর্টিকেলটি পড়া জরুরি। কারণ এই আর্টিকেলে আমরা বছরের সেরা ফোনগুলো নিয়ে আলোচনা করেছি।

আশা করছি আপনার অজানা তথ্যকে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি এবং আপনার যদি আরো কোন অজানা তথ্য থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন। অথবা এই ওয়েবসাইটের ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখতে পারেন। আমরা প্রতিনিয়তই আপনাদের অজানা তথ্যকে তুলে ধরার চেষ্টা করি। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url