সুষম খাদ্য তালিকা গুলো কি কি তা বিস্তারিত দেখে নিন
সুষম খাদ্য তালিকা কেমন হওয়া উচিত এটা আমাদের সকলের জানা উচিত। কারণ শরীর ও
স্বাস্থ্যকে পাশাপাশি মস্তিষ্ককে ভালো রাখতে সুষম খাদ্যের বিকল্প কিছুই নেই। তাই
আমাদের দৈনিক সুষম খাদ্যের তালিকা গুলো কেমন হবে তা দেখে নেওয়া প্রয়োজন।
আর তাই আজকের এই আর্টিকেলে আমরা প্রকাশ করেছি সুষম খাবার তালিকা। একজন মানুষ
দৈনিক কি পরিমান সুষম খাদ্য গ্রহণ করবে তার প্রয়োজনীয় দশটি টিপস। তাহলে চলুন
জেনে আসি সেই দশটি টিপস গুলো কি কি।
পেজ সূচিপত্রঃ সুষম খাদ্য তালিকা
- সুষম খাদ্য তালিকা
- সুষম খাবার তালিকা কাকে বলে
- সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ বেশি
- দৈনিক খাদ্য তালিকায় কি কি উপাদান থাকে
- প্রতিদিনের সুষম খাবার তালিকা
- মানবদেহে দৈনিক কতটুকু পুষ্টি প্রয়োজন
- দৈনিক কত গ্রাম প্রোটিন দরকার
- শেষকথা
সুষম খাদ্য তালিকা
সুষম খাদ্য তালিকা এটা এমন এক ধরনের খাবার যেটি সবার শরীরের জন্য প্রয়োজন।
আর এই খাবারের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, পানি, লবণ, শর্করা, আমিষ
ইত্যাদি উপাদানগুলো। আর এই সকল উপাদান প্রত্যেক মানুষের শরীররকে সুস্থ ও সবল
রাখতে অত্যন্ত প্রয়োজন। আরে সুষম খাদ্য গ্রহণে শারীরিক ও মানসিকভাবে সুস্থ
থাকা সম্ভব। তাই আপনার সুষম খাবার তালিকায় এমন কিছু খাবার রাখুন যেগুলো খেলে
আপনার শারীরিক ও মানসিকভাবে সবল থাকা যায়।
আরো পড়ুনঃ সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকা
আপনার খাবার তালিকার প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল
ইত্যাদি খাবার গুলো খান। আবার শর্করা জাতীয় খাবার যেমন আলু, ফলমূল, শাকসবজি,
শস্য জাতীয় খাবার ইত্যাদি। ফ্যাট, ভিটামিন, পানি এই জাতীয় খাবারগুলোও বেশি
বেশি খাবার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথায় বলা যায় আপনার দেহে প্রতিদিন
সুষমা খাবার পরিমিত পরিমাণে সেবন করান। আর আপনার শরীরে এ সকল উপাদান গুলো
অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করান।
সুষম খাবার তালিকা কাকে বলে
খাদ্যের ৬ টি উপাদান কি কি এবং কেন দরকার আপনি কি তা জানেন। যেসব খাবার গ্রহণ
করলে দেহের সমস্ত ক্ষয় পূরণ, শোষণ, বৃদ্ধিসাধন ও শক্তি উৎপাদন, সব প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি করা সহ বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে খাদ্য বলে। খাদ্য
মানুষের শরীরের গঠন ও বৃদ্ধিসাধন এবং ক্ষয়পূরণ করতে সাহায্য করে। এছাড়াও
শরীরের তাপশক্তি ও কর্ম ক্ষমতা যোগান দেয়। এছাড়াও শরীরের রোগ মুক্ত রাখতে
সাহায্য করে।
অসুস্থ শরীরকে সুস্থ রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুষম খাদ্য। খাদ্যের ছয়টি
উপাদান নিয়ে সুষম খাবার গঠন হয়। উপাদানগুলো হল শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন,
খনিজ লবন ও পানি। এই ৬ টি উপাদান নিয়েই গঠিত হয় সুষম খাদ্য। আর তাই শারীরিক ও
মানসিক সুস্থ থাকার জন্য সুষম খাদ্য প্রতিটি মানুষের দৈনিক খাওয়া দরকার। আর
তাহলেই শরির রোগ মুক্ত থাকা সম্ভব হবে।
সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ বেশি
সুষম খাদ্যে পরিমাণ মতো খাবারের ছয়টি উপাদান বিদ্যমান রয়েছে। আর এই সুষম
খাদ্যে ছয়টি উপাদান রয়েছে। তবে শস্য ফলমূল খাবারগুলোতে ফাইবার ভিটামিন অনেক
বেশি পরিমাণে সরবরাহ করে থাকে। সুষম খাদ্যে সাধারণত যে রকম খাদ্য তালিকা থাকা
প্রয়োজন তা হলো, শস্য জাতীয় খাবারের পরিমাণ থাকবে ৪০ থেকে ৫০%। সবজি এবং
ফলমূলের পরিমাণ থাকবে ৩০ থেকে ৪০%। প্রোটিন থাকবে ১৫ থেকে ২০% পর্যন্ত।
আরো পড়ুনঃ বয়স অনুযায়ী খাদ্য তালিকা
এছাড়াও তেল এবং চর্বি ১০% এবং তার চেয়েও কম হতে পারে। দুধ এবং দুধ খাবার ১০
থেকে ১৫ পার্সেন্ট এর মধ্যে হয়ে থাকে। তাই বলা যায় সুষম খাদ্যে শস্য এবং
ফলমূল এবং শাকসবজির পার্সেন্টেজ বেশি থাকে। যেটি দেহের অধিকাংশ ক্ষয় রোধ
করতে সাহায্য করে। তাহলে এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সুষম খাবারে
কোন উপাদানের মাত্রা সবচেয়ে বেশি থাকে।
দৈনিক খাদ্য তালিকায় কি কি উপাদান থাকে
সুষম খাদ্য তালিকায় এমন কিছু উপাদান রাখতে হবে যেটি পুরো শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। এবং প্রতিদিন এমন কিছু খাবার খেতে হবে
যে খাবারে শরীরের সব চাহিদার ঘাটতিকে পূরণ করতে সহায়তা করে থাকে। আর তাই
প্রতিদিনের খাবার তালিকায় যদি আপনি প্রয়োজনীয় ছয়টি উপাদান রাখতে পারেন,
তাহলে আপনার সমস্ত শরীরের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।
এর জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আপনাকে খেতে হবে প্রোটিন, শস্য, চর্বি,
সবজি, ফল, দুধ, ভিটামিন এবং খনিজ এবং প্রতিদিন প্রয়োজন মত পানি পান করতে
হবে। সুশান খাদ্য আপনাকে দৈনিক ঠিক মত পরিমাণ মত খেতে হবে। যে খাবারে শরীরের
প্রতিটি প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করে থাকে। আর আপনি যদি এভাবে আপনার
দৈনিক খাদ্য তালিকা সাজিয়ে নিতে পারেন তাহলে খুবই উপকার পাবেন।
প্রতিদিনের সুষম খাবার তালিকা
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় এর জন্য মানুষের খাদ্য তালিকা ঠিক রাখা
প্রয়োজন। সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার গ্রহন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ
খাবার মানুষের দেহকে সুস্থ সবল রাখে। আর তাই আমাদের নিয়মিত পুষ্টিকর খাবার
গ্রহণ করা উচিত। আর সুস্থ থাকার জন্য প্রতিদিন কি কি খাওয়া প্রয়োজন তা আমরা
নিচের টেবিলে তালিকাভূক্ত করেছি। নিচে পুষ্টিকর খাবার গুলোর তালিকা দেওয়া হলো।
শাক-সবজি, পালংশাক, ব্রকলি, গাজর, টমেটো, শসা, মিষ্টি আলু, বেগুন। ফলমূল,
আপেল, কলা, কমলা, আঙুর, পেঁপে, বোরো ফল (স্ট্রবেরি, ব্লুবেরি) কিভি।
প্রোটিন ডিম, মুরগির মাংস (বিশেষ করে
তেলবিহীন বা সেদ্ধ), মাছ (সামুদ্রিক মাছ যেমন স্যালমন, টুনা), ডাল (মসুর,
মুগ, ছোলার ডাল), শুকনো মাংস বা সয়া প্রোটিন। চর্বি অলিভ অয়েল, অ্যাভোকাডো,
বাদাম (আখরোট, কাজু, পেস্তা), চিনাবাদাম, মাখন।
শস্য লাল চাল (গোলাপী চাল), ব্রাউন রাইস, ওটস, গমের রুটি, কুইনোয়া, বার্লি।
দুধজাত দ্রব্য দুধ (যতটা সম্ভব কম চর্বিযুক্ত), দই (প probiotics সহ), পনির
(কম চর্বিযুক্ত)। পানি ও তরল পর্যাপ্ত পানি পান করুন (প্রতি দিন ৮-১০ গ্লাস), লেবুর পানি, ডিটক্স পানি
(শসা, মিথি তেজপাতা ইত্যাদি দিয়ে), চা (সবুজ চা বা হার্বাল চা)। স্ন্যাকস
মিক্সড বাদাম, ফলের স্মুদি, হোল গ্রেইন ক্র্যাকার, দই এবং ফলের স্যালাড,
শুকনো ফল (খেজুর, আখরোট)।
মানবদেহে দৈনিক কতটুকু পুষ্টি প্রয়োজন
মানব দেহে দৈনিক কতটুকু পুষ্টি প্রয়োজন হয় এটি প্রায় আমাদের সকলেরই অজানায়
রয়েছে। তাই এই বিষয়টি আমাদের খুবই জানা দরকার। যদি আমরা শারীরিক ও মানসিকভাবে
সুস্থ থাকতে চাই। মানুষের বয়স অনুযায়ী দৈনিক পুষ্টি কতটুকু প্রয়োজন সেটি তার
উপর নির্ভর করে। তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কি পরিমান পুষ্টি দরকার
তা আপনার জানা উচিত।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায়
কজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালরির প্রয়োজন ২০০০ থেকে ২৫০০ পর্যন্ত।
প্রোটিন দরকার হয় প্রতি কেজিতে ০.৮ গ্রাম করে। এবং ক্যালোরি থেকে ২০ থেকে ৩৫
পার্সেন্ট চর্বি পেতে হবে। ভিটামিন সি ৭৫-৯০ মিলিগ্রাম, ভিটামিন এ
৭৫০ থেকে ৯০০ মাইক্রোগ্রাম, আয়রন ১৮ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১,০০০ থেকে ১,২০০
মিলিগ্রাম। ফাইবার পুরুষদের জন্য ২৫-৩৮ গ্রাম। পানি প্রতিদিন ২ থেকে ৩
লিটার।
দৈনিক কত গ্রাম প্রোটিন দরকার
দৈনিক কত গ্রাম প্রোটিন দরকার এটা আমাদের জানা উচিত। প্রোটিন সাধারনত নির্ভর
করে দেহের ওজনের উপরে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য তার শরিরের ওজনের উপর
ভিত্তি করে। এবং প্রতি কেজিতে প্রোটিনের প্রয়োজন হয় ০.৮ গ্রাম। উদাহরন সরূপ
মনে করুন আপনার ওজন ৬৫ কেজি। এবং প্রতি কেজিতে আপনার শরিরে প্রোটিনের প্রয়োজন
হবে ০.৮ গ্রাম করে।
তাহলে ৬৫ কেজিতে আপনার প্রোটিনের প্রয়োজন হবে ( ৬৫ × ০.৮ ) = ৫২ গ্রাম।
প্রোটিনের মানুষের দেহের কোষ গুলোকে ঠিকঠাক রাখতে সহায়তা করে। এছাড়াও প্রোটিনের
সাহায্যে মানুষের দেহের হরমোনকে বাড়িয়ে দেই। পাশাপাশি শরিরের রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে। আবার প্রোটিন মানুষের শারীরিক গঠন,
জীবনযাপনের উপর পরিবর্তন হতে পারে।
শেষকথা
সুষম খাদ্য তালিকা গুলো কি তা নিশ্চয়ই এতক্ষণে আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন।
সুষম খাদ্য শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাবার। যেই খাবারের মধ্যে রয়েছে
শরীরের প্রয়োজন ছয়টি উপাদান। আর তাই আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত। আপনার
জীবনকে আরো সুন্দর করে সাজাতে আপনার যে কোন অজানা তথ্য থাকলে আমাদের এই
ওয়েবসাইটে ফলা দিয়ে রাখুন। আমরা প্রতিনিয়তই আপডেট তথ্য জানিয়ে দিই,
ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url