মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম গুলো কি জেনে নিন
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম জানতে আজকে আপনি সঠিক আর্টিকেলে প্রবেশ
করেছেন। বর্তমানে অনেক মানুষজনের বিভিন্ন সমস্যার কারণে মাথাব্যথা হয়ে থাকে।
আর সেই মাথাব্যথা সারানোর জন্য নানান ধরনের অপ্রয়োজনে ওষুধ খেয়ে থাকে।
তাই তাদের কথা চিন্তা করে আজকের এই আর্টিকেলে আমরা মাথাব্যথা সঠিক ১০টি
কার্যকরী ঔষধের কথা উল্লেখ করেছি। যেগুলো খেলে আপনার মাথা ব্যথা নিমি সেই ভালো
হয়ে যেতে পারে। তাহলে ওষুধের নাম গুলো আমরা জেনে নিন এবং তার কাজ কি।
পেজ সূচিপত্রঃ মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম আমাদের সকলেরই জানা উচিত। কারন বর্তমানে এই
সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। তাই আমরা মাথা ব্যথার জন্য আমাদের সঠিক ঔষধটি
বেছে নেওয়া প্রয়োজন। তাহলে আমাদের মাথা ব্যথা করা সমস্যাটি দুর হতে পারে। তাই
আপনাদের সামনে মাথা ব্যথা ঠিক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু ঔষধের নাম দেওয়া
হলো।
আরো পড়ুনঃ নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার
- মিনিয়াম ৫
- টাফনিল
- মাইগ্রেক্স ২০০
- অ্যাকনিল
- পিজো-এ ১.৫
- মাইগ্রেনিল ১.৫
- অ্যাসপিরিন
- ফেনাসিটিন
- নাপ্রোকসেন
- ট্রিপটান
মাথা ব্যথার প্রাথমিক চিকিৎসা
মাথা ব্যথার প্রাথমিক চিকিৎসা জানা সবার জন্য প্রয়োজন। অনেকেই মাথাব্যথা বা
মাইগ্রেশনে ভুগে থাকে। আর আমাদের কারোর মাথাব্যথা হলে কিভাবে প্রাথমিক চিকিৎসা
অর্থাৎ ঘরোয়া উপায়ে মাথা ব্যথা কমানো যায় তা জানবো। মাথা ব্যথার প্রাথমিক
চিকিৎসা হিসেবে বেশ কিছু পদ্ধতি অনুসরন করা যায়। মাথা ব্যথা হলে আপনি বিশ্রাম
নিতে পারেন। মাথায় গরম পানির বা ঠান্ডা পানির ছেক দিতে পারেন।
এছাড়াও মাথা ব্যথা কমানোর জন্য বেশি পানি পান করুন। আবার বেশি মাথা ব্যথা হলে
চা বা কফি খেতে পারেন, এতে মাথাব্যথা কমতে সাহায্য করে। অতিরিক্ত কাজ না করে
শান্ত পরিবেশে থাকার চেষ্টা করুন। এবং আপনার মাথা হালকা ভাবে মাসাজ করতে পারেন,
এতে আরাম পাওয়া যায়। এবং পর্যাপ্ত পরিমানে ঘুমান। অতিরিক্ত বা তিব্র মাথা ব্যথা
হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
মাথা ব্যথার কারণ ও প্রতিকার
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম আপনি জানলেন। কিন্তু আপনি কি জানেন মাথাব্যথা
কেন হয় বা এই মাথা ব্যথা হওয়ার কারন কি? বেশ কিছু কারনে মাথা ব্যথা হতে পারে।
তার মধ্যে একটি হচ্ছে মাইগ্রেন। এটি জেনেটিক বা বংশগত কারনে হতেও পারে। হরমোনাল
ও পারিপার্শ্বিক কারনেও মাইগ্রেন হতে পারে। এছাড়াও মাইগ্রেনের অনেক কারন থাকতে
পারে। যেমন ঘুম ঠিক মতো না হওয়া।
আরো পড়ুনঃ ১ মিনিটে ঘুম আসার উপায়
এছাড়াও ঠিক মতো না খাওয়া, টেনশন করা, অস্তিরতা কাজ করা এবং মেয়েদের ক্ষেত্রে
মাসিকের আগেও মাইগ্রেন হতে পারে। আর প্রতিকার হিসেবে আমরা চা পান করতে পারি,
ম্যানথল নিলে ব্যথা কমতে পারে, ঘুমিয়ে পড়লে মাথা ব্যথা কমতে পারে এছাড়াও
প্যারাছিটামল খেলেও মাথাব্যথা কমতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন কি মাথা
ব্যথার কারন ও প্রতিকার গুলো কি কি।
মাথা ব্যাথা কোন রোগের লক্ষণ
মাথা ব্যথা কোন রোগের লক্ষণ তা হয়তো কেউই জানে না। তাই আমাদের কিছুটা হলেও
ধারণা নেওয়া উচিত যে মাথাব্যথা কেন হয় বা মাথা ব্যাথা হলে কি কি সমস্যা হতে
পারে বা কোন রোগ হতে পারে। মাথা ব্যথা সমস্যাটি শারীরিক ও মানসিকভাবে হয়ে
থাকে। তবে কিছু রোগ হলে মাথা ব্যাথা লক্ষণটি লক্ষ করা যায়। যেমন মাইগ্রেনের
সমস্যা হলে মাথা ব্যাথা হতে পারে। এই মাইগ্রেন হলে মাথার এক সাইডে প্রচন্ড ও
তীব্র ব্যথা অনুভূত হয়।
এছাড়া হাইপারটেনশন বা নিম্ন রক্তচাপের কারণেও মাথাব্যথা লক্ষ্য করা যায়।
স্টোক ও মস্তিষ্কের সমস্যা হলেও মাথা ব্যাথা হতে পারে। এছাড়া মাথাব্যথার
কারণে শরীর দুর্বল ও মানসিক চাপ সৃষ্টি করতে পারে। আপনার যদি পরিমাণ মতো ঘুম
না হয় তাহলে মাথাব্যথা সৃষ্টি হতে পারে। আর তাই আপনাকে সব সময় সতর্কভাবে
চলাফেরা করা দরকার। আপনার তীব্র মাথা ব্যাথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ
নেওয়া উচিত।
মাথা ব্যথা কমানোর প্রাকৃতিক উপায়
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম গুলো ছাড়াও প্রাকৃতিক উপায়েও মাথাব্যথা
ভালো করা সম্ভব। মাথা ব্যথা কমানোর জন্য বেশ কিছু প্রাকৃতিক উপায় রয়েছে
যেগুলো আপনিও করতে পারলে আপনার মাথা ব্যাথা প্রাকৃতিকভাবে সেরে যাবে।
হাইড্রেশনের অভাবের কারণে মাথাব্যথা সৃষ্টি করতে পারে। আর সেই জন্য হাইড্রেশন
কমিয়ে দিতে বেশি বেশি পানি পান করুন। এতে আপনার প্রাকৃতিকভাবেই মাথাব্যথা
সেরে যাবে।
এছাড়াও আপনি চাইলে একা একাই আপনার মাথা কাঁধ হালকা মাসাজ করতে পারেন। এটিও
একটি মাথাব্যথা সারানোর প্রাকৃতিক উপায় হয়ে কাজ করে। এবং আপনি চাইলে
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। লেবুর রস ও মধু একসঙ্গে খেলে
মাথাব্যথা কমিয়ে দিতে সহায়তা করে। এছাড়া তুলসী পাতার চা অথবা আদা চা
খাওয়ার ফলেও মাথাব্যথা কমে যায়। এশারাও পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর
খাদ্যাভ্যাস গড়ে তুললেই অনেকটাই মাথাব্যথা প্রাকৃতিকভাবে কমে যাবে।
মাথা ব্যথা কমাতে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
মাথা ব্যথা কমাতে পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। শারীরিক ও মানসিক
চাপে অনেক সময় মাথাব্যথা সৃষ্টি করে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে শারীরিক ও
মানসিক চাপ কমে যাওয়ার পাশাপাশি মাথা ব্যথাও হবে না পর্যাপ্ত পরিমাণে
ঘুমালে। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে, যার ফলে
মাথা ব্যথা সৃষ্টি হয় না। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুমালে ভারসাম্য বজায়
থাকে। আর এই জন্য মাথাব্যথা সৃষ্টি হতে পারে না।
আরো পড়ুনঃ হঠাৎ হাই প্রেসার হলে করণীয় কি
পর্যাপ্ত ঘুমের জন্য স্নায়ুতন্ত্রের কার্যকারিতা অনেকটাই বেড়ে যায়। ফলে
স্নায়ুতন্ত্র সক্রিয় ভাবে চলতে থাকলে মাথা ব্যাথা হয় না। এছাড়া পর্যাপ্ত
পরিমাণে ঘুমালে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর উচ্চ রক্তচাপ
নিয়ন্ত্রণের মাধ্যমে মাথাব্যথা হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এই কারণে
আপনাকে প্রতিদিন একটি রুটিন মাপিক পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভ্যাস গড়ে তোলা
প্রয়োজন। যার মাধ্যমে মাথাব্যথা অনেকটাই কমে যাবে।
মাথা ব্যথার উপসর্গ গুলো
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম এতক্ষণে হয়তো আপনি পুরোপুরি জানতে পেরেছেন।
তবে ঔষধ ব্যবহার করতে হবে বিভিন্ন উপসর্গকে লক্ষ্য করে। কারণ মাথা ব্যথার
বিভিন্ন কারণ বা উপসর্গ হতে পারে। যার ফলে আপনার ঔষধ সেবনও করতে হবে ভিন্ন
ভিন্ন। তার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আপনি যদি কোন কিছু
না জেনেই ঔষধ সেবন করতে থাকেন তাহলে উল্টে আপনার ক্ষতি ছাড়া ভালো না হওয়ারই
কথা। তাই সকল উপসর্গ জেনে বুঝে ঔষধ সেবন করতে হবে।
মাথা ব্যথার ধরণের উপর ভিত্তি করে মাথা ব্যথার বিভিন্ন উপসর্গ লক্ষ্য করা
যায়। যেমন মাইগ্রেনের উপসর্গ, টেনশন হেডএচ উপসর্গ, ক্লাস্টার হেডএচ
উপসর্গ, সাইনাস হেডএচ উপসর্গ ইত্যাদি এসব উপসর্গের একেক ধরনের মাথা ব্যথার
লক্ষণ লক্ষ্য করা যায়। তাই আমাদের উক্ত ঔষধ গুলো উপসর্গগুলোকে লক্ষ্য করে ঔষধ
নির্ণয় করা উচিত। আশা করছি আর্টিকেলটি আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন।
শেষকথা
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন এবং এই ঔষধ গুলোর
গুনাগুন সম্পর্কে জানতে পেরেছেন আশা করা যায়। আপনিও যদি এই ধরনের মাথাব্যথায়
বুকে থাকেন, তাহলে উক্ত ঔষধ গুলো সেবন করার মাধ্যমে আপনার মাথা ব্যথা ভালো হয়ে
যেতে পারে। আশা করছি এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন। এই ধরনের আরো
প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url